আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাসন এ একা

জাগরী একটি নির্দলীয় মঞ্চ যেখানে বাংলাদেশের যুবসমাজ দেশের রাজনৈতিক ও নীতিনির্ধারণী ক্ষেত্রে সচেতন,সোচ্চার ও সক্রিয়ভাবে অংশগ্রহন করতে পারে। www.jagoree.org   শুভক্ষণে বন্ধু বেশে হয়েছিলে পরিচয় তোমার আমার সাথে বন্ধুত্বের সীমার মাঝে প্রতিদিন কত কথামালা বাদাম খাওয়ার ফাঁকে তারপর সময় গড়িয়েছে অনেকখানি বন্ধুত্বের গন্ডি পেরিয়ে একান্ত কথাগুলো ফাঁকে দিয়েছিলে ভালোবাসার হাত বাড়িয়ে। পারিনি এড়াতে তোমাকে না পেরেছি তোমার ডাক তাইতো গিয়েছিলেম ভেসে এসেছিল সে বন্য রাত উজার করা ভালোবাসার গানে বেধেছিলেম কত সুর দুজনে তোমাতে ডুবেছিলেম আমি ভালোবাসা নিয়ে প্রানে। ডাকতে তুমি বন্য হয়ে পারিনিকো থাকতে ছেড়ে গাছের ডগায় তুলে দিলে আনতে পেড়ে চাঁদ পারিনি তোমায় শত বোঝাতে বামন আমি ধরতে চাঁদেরে ওই পর্যন্ত যায়না আমার হাত। অভিমানে মুখ গুড়িয়ে অন্যদিকে বসে মনের ঝাল মিটেয়েছ তুমি বস্তাহীন এই পিঠে তোমার রাগের পুতুল আমি চেয়েছিলেম মাফ করলে নাতো করুনা আমায় করলে তুমি রাগ।

একটি দুটি মাশুল গুনি ব্যর্থতারই মাঝে দিনে দিনে দ্বগ্ধ আমি ব্যর্থতাতেই লাগে মন কি কোমল হয় কখনো? করনিকো ক্ষমা তবু চেস্টা করে যাচ্ছি যা আছে সব আমা। চদ্ররাতে একনৌকায় শুয়ে ছিলে বুকে হঠাৎ উঠেই ধরলে মাতম না পাওয়ার সব শোকে নিঠুর তুমি ধাক্কা দিয়ে নৌকা থেকে ফেলে বাচালো আমায় মাঝ দরিয়ার দুঃখি যে এক জেলে। মধুচন্দ্রিমার আবেশ ঘনা রাতের বেলার হাসি করে দিলে ঘরের বাহির হাতে বাঁশের বাঁশী বললে ডেকে আজকে থেকে এ দরজা বন্ধ তোমার প্রেমে আমি ছিলেম তখনো যে অন্ধ। ভালোবাসার হাতছানিতে দিয়েছিলে ডাক করেছি ভুল দিচ্ছি মাশুল নেই জীবনের স্বাধ ভালোবাসার অবুঝ খেলায় গিয়েছিলেম হেরে তাইতো তোমার একতরফা ভালোবাসা গেছে মরে। কোন এক ভুলক্ষনে ভালোবাসা জেগেছিল মনে আমার সেই থেকে আজ অবধি পারিনি ভুলে যেতে তোমায় সেই থেকে তুমি, রক্তে মিশে গিয়ে রক্তে মিশে যে আছো আমাতে আমা হয়ে আমারই হয়ে গেছ।

তবুও তোমাকে খুঁজি কেন জানি না জানি না ভাবি না কখনো আর পাবো কি পাবো না যেথা আছ ভালো থেকো আমাকে ভেবো না তোমাকে ভোলা কভু হলো না হলো না। বাস্তবতায় হেরে গেছি তবু মনের কাছে বাঁধা তাইতো এখন কাটছে জীবন তোমার শোকে কাঁদা ক্লান্ত শরীর ক্লান্ত মনে ক্লান্ত চোখে দেখা তাই তো আমি পড়ে আছি নির্বাসন এ একা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।