আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাসন



হে ছন্দ সরস্বতী কবিতা তোমায় দিনু আজ নির্বাসন চারিদিকে বিব্রত হিংসার রাজ্যে হেথা রুদ্র আস্ফালন ফেনায়িত ক্রোধে- বিধ্বস্ত বিপন্ন তব আসন। হে মোর প্রেয়সী কবিতা তোমায় দিনু আজ নির্বাসন আর্তনাদ চিৎকারের অন্তরালে লুকিয়ে থাকে রাজাকার,রাবন লঙ্কার নেই কোনো শাসন বিধ্বস্ত বিপন্ন তব আসন। হে মোর রুদ্রমূর্তি কবিতা তোমায় দিনু আজ নির্বাসন ভিখারিবেশে ঘুরে পথে পথে যাবে সখীরা পতিতালয়ে ক্ষুধার রাজ্যে রানী হয়ে বিধ্বস্ত বিপন্ন তব আসন। হে কবিতা,আমার হৃদয়ে তব প্রেমের সিঙ্ঘাসন পেতে অশান্তির তিক্ত জীবনের প্রতিকুল সংগ্রামে কখনো তোমায় ডাকিব না আমি আমার কবিতার ছদ্মনামে। হে কাব্য রুদ্র সুরে বিভেদের ভেদাভেদ ভুলে গিয়ে বসন্তের আকাশে চিরসুন্দর কারুকাজে স্বপ্নের সফল রুপের ভেলা নিয়ে পদাঘাত আনো অসুরের দ্বারে মানবতা যেথা আর্তনাদে কাঁদে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।