আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাসন



নির্বাসনে চলে এসেছি দূরে প্রায় সহস্র মাইল অনুক্ষণ অনুভবে অনুভূত অমরাবতী সখীদের অবাধ চলাচল বিষাক্ত সায়ক বেঁধে কানে শুনি যুগল খলখল। অন্তরের দীনতায় ক্ষুদ্র হতে হতে হই গুবরে পোকা নিরন্তর স্বপ্ন প্রসারিত পাখায় ভর করে হই পাখি, হায় ঈশ্বর! কী ভীষণ দুর্দমনীয় স্পর্ধা আমার চাঁদ হবার দুঃস্বপ্নে বিভোর জ্বলে ছোট্ট জোনাকি। এখনও অবিশ্বাস্য রকমের বিশ্বাসে ভরা বুক যেন হয়নি কিছুই কেই ভাঙেনি শপথ! করতল খুলে দেখি এখনও স্পষ্ট ঠোঁটের ছাপ স্রষ্টা সাক্ষী! বলো, এ বাতাস দুষিত করে ওড়ে কার পাপ? এপারে আমি একা ক্রন্দ্রসী শত আর্তনাদ ওপারে তুমি বধির , যেন পথ হলো বিহীন শ্বাপদ। ঘরের চৌহাদ্দিতে তুমি অনুপস্থিত - জীবনই নির্বাসন বিপর্যন্ত বিপন্ন ভীষণ বলো কোথায় দাঁড়াবো এখন? শুধু প্রচ্ছদ দেখে বই কিনে হায় আজ সবই আঁধার , বড় যন্ত্রণায় এ স্বেচ্ছা নির্বাসন, মুক্তি মেলেনা আর! নির্বাসন ! অভিশাপ! ভালোবাসি! এ যেন নিষিদ্ধ উচ্চারণ আমার শত-সহস্র জনমের পাপ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।