আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাসন আমার নির্বাসন

দু:খগুলো তো দূরেই ছিল, কিছুটা স্পর্শকরতে চেয়েছিল .......

[রং=নষঁব] [সাইজ=3] অগি্নচিতায় আমি রেখেছি দু'হাতের দশটি আঙ্গুল। অগি্নচিতায় আমি রেখেছি দুঃখ বিলাপ-বিরহ, অগি্নচিতায় পুড়েছি বলেই কাউকে এই চিতায় পোড়াব না। সব জানো প্রিয়তম শুধু জাননা এই চোখের অশ্রুভাষা সব জানো তবুও বল ইল্যুশন নিষ্ঠুর খেলা আমার নাকি ! সব জানো তবুও তুমি অবুঝ শিশুর মত হিসেব কষো ? যন্ত্রণার ক্ষত দেখে যেও মধ্য দুপুরে রাতের দ্্বিপ্রহরে যন্ত্রণার ক্ষত বিবস্ত্র হয়ে আজ আমি সূর্য্যের মুখ দেখিনি ! যন্ত্রণার ক্ষত কখনো মোমের আলোর মত নম্র হতে পারেনা । কত আর আর্তনাদ করে বল বলব আমি অন্নপূর্ণা নই, দেবী নই। কত আর আর্তনাদ করে ডানা ঝাপটাবে হৃদয় কত আর আর্তনাদ করে কারো চোখে ঘুম ভাঙ্গাব । আমার সময় চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়েছি এই জীবন নির্বসানের ? তোমার সময় ভালোবাসা বলতে, শেখায় নীল বৃত্ত ! রাত জাগা পাখি তুমি দেখনি, তাঁর নাম জাননা.... বেদনার নীল বৃত্ত আমার প্রকৃত আবাসন, বেদনার নীল বৃত্ত আমার নির্বাসন ছন্দে ছন্দে আছি প্রতিক্ষণ। [/সাইজ] [/রং]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।