নভেরা হোসেন
নির্বাসিত রাজকুমার তোমার দু’চোখ জুড়ে
অর্ফিয়ুসের বাঁশি
সাত রাজ্যের ঘুম
নেশা নেশা ঘ্রাণ
অতীন্দ্রিয় সুর সব ছেয়ে থাকে
ওয়ারানদের দেশে।
বহু হাজার বছর পাথর খুঁড়ে খুঁড়ে
রাজন্যদের যোনিতে রোপিত আরক বিষ
সেখান থেকেই যাত্রার শুরু
বিন্ধ্য পর্বত, বিদর্ভ নগরী,
যবন বণিককুল লীলাবতী, শ্যামাঙ্গ,
বসন্তকুমার মাথার ভেতর বসে থাকে
পেরেক ঠোকে,
পুস্তক বাঁধা রেখে অর্থ সংগ্রহ
সব গেছে ভেসে
ব্যস্ত এয়ারপোর্টের ইমিগ্রেশন পেরিয়ে
ট্যাক্সিতে সোজা এন এস ডব্লিউ
সেখানে অপেক্ষায় থাকে
সোনার মুকুটপরা আত্রেয়ী কন্যা,
কুলে ভিরবার আগে সেও ছিল
স্বপ্নদ্রষ্টা ।
এখনও কি আছে ? জানিনা ।
জানবার প্রয়োজন ক্ষীণ হয়ে আসে
চোখমুখ বুজে কী এক ছায়া ছায়া খেলা
সারাবেলা।
সারাটি সকাল শুধু যাবার প্রস্তুতি
হাইওয়ের কিনার ঘেঁষে
কত ফুল ফুটে থাকে
নাম জানিনা আহা!
শৈশবের সোনালি রোদ
মুঠি মুঠি নয়নতারা
সব ফেলে চৌকোণা কাঠের ঘর
কর্পূরের ঝাঁজালো গন্ধে
দম বন্ধ হয়ে আসে
কোথাও কি পড়ে আছে হরিণাভ নেশা
কে তার খোঁজ রাখে-
স্মৃতি খুঁড়ে খুঁড়ে কে হায়
বেদনা জাগাতে ভালোবাসে ?
১৬ অগাস্ট ২০০৮
মিরপুর ঢাকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।