আমার সকাল গুলো পাপে ভরা।
সকাল বয়ে যায় শকুনের ডানায়
ভর করে। সূর্যের পীঠে শতাব্দীর কড়া
রোদে মোহ গলে পড়ে অন্ধ লালসায়;
অসহায় সূর্য এবং নোংরা আমি
নষ্ট হতে..হতে দেখেছি নষ্টামি।
আমার দুপুর গুলো বড় কলঙ্কিত।
সারা দুপুর বারবনীতার নুপুরে
ত-বিত হয়েছে সপার্জিত
সকল প্রেম;উলঙ্গ বিকেল-দুপুরে
নাকে খত;ন্যাড়া মাথাময় ঘোল
নিঃ®প্রাণ দেহ বাজায় কলঙ্কের ঢোল।
আমার নষ্ট রাতের কষ্ট আছে।
রংয়ের পড়ত পড়ে প্রহরে প্রহরে
বদলে চেহারা; বেহায়ার কাছে
হাত বদল পর্ব চলে অন্ধ গহরে;
বনবাসে হিংস্র থাবার মিতালী
যতই ফাঁসি হোক জ্বলে দিপালী।
সকাল-দুপুর-রাত করে আস্ফালন
দ্বগ্ধতার আগুনে নিলাম নির্বাসন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।