'আমার মৃত্যুর জন্যে দায়ী নয় কেউ আমাকে ডেকেছে কাছে মাঝ রাতে সাগরের ঢেউ।' চিরকূটে লিখে রেখে এইটুকু কথা রাত্রি শেষে হেঁটে গেছে নারী... বালুকা বেলায় তখনও সমুদ্র শহর সুখে নিদ্রা যায়। তখনও কাটেনি আঁধার , জাগে নাই পান্থশালা বায়ুভূক বিলাসী মানুষ। মাতালেরা কায়ক্লেশে যদিও ফিরেছে ঘরে ফেরে নাই হুঁশ। তখনও সুরভি ছড়ায় শয্যার কিনারে তার পড়ে থাকা মৃত অন্তর্বাস তখনও জানো না কেউ ... কতদূরে কোনখানে ভেসে গেছে রমনীর রমনীয় লাশ। সে কোনো মানুষ নয়, নয় কোনো তরুণী বা নারী সাথী নয়, নেত্রী নয়... বধূ মাতা স্ত্রী কন্যা মিথ্যা পরিচয় সে কোনো আসামী নয়, বহুদিন যে ছিল ফেরারি। আর কোনো ভীতি নেই দুঃখবোধ ভালবাসা প্রেম কিংবা স্নেহ। বহুদূর ভেসে গিয়ে ফিরে যদি আসে তবুও সে শুধু মাত্র নিঃস্ব মৃতদেহ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।