একজন আমি, একজন হারিয়ে যাওয়া এবং একজন দূর প্রবাসী
একবার একটা কাক একটি উচু ডালের উপর বসেছিল। দূর থেকে একটি বিড়াল তাকে ঘন্টার পর ঘন্টা দেখছিল। একসময় তার শান্তি দেখে অতীষ্ঠ হয়ে দেখে সে আর থাকতে না পেরে গাছের নিচে গিয়ে কথা বলা শুরু করে।
বিড়ালঃ আমি অনেকক্ষন ধরেই তোমাকে দেখছি ওখানে বসে আছো!
পাখিঃ তাতে তোমার সমস্যা কই?
বিড়ালঃ না, আমার সমস্যা নেই। তবে ঈর্ষা লাগছে।
পাখিঃ কি ঈর্ষা?
বিড়ালঃ আমিও তোমার মত ঘন্টার পর ঘন্টা কিছু না করে বসে থাকতে চাই!
পাখিঃ তাহলে ঠিক আছে, তুমিও কিছু না করে বসে থাক।
এই কথা শুনে বিড়ালটা সেখানে বসে পড়ল। ঠিক এসময় একটা বাঘ সেখান দিয়ে যাচ্ছিল। সে বিড়ালটিকে দেখে লোভ সামলাতে পারলো না। সে চুপি চুপি করে বিড়াল এর কাছে চলে এল।
কিন্তু বিড়ালটা চোখ বন্ধ করে থাকায় কিছুই দেখতে পেল না। এদিকে বাঘ সুযোগ পেয়ে বিড়ালটিকে খেয়ে সাবাড় করলো।
নীতিবাক্যঃ কিছু কাজ না করে চুপচাপ বসে থাকতে হলে আপনাকে অনেক উপরে থাকতে হবে!
একটি পাখি, একটি বিড়াল, একটি বাঘ আর একটি নীতিবাক্য
আগের লেখাঃ
একটি কর্মঠ খরগোশ আর দুটি নীতিবাক্য
একটি অলস সিংহ ও ২টি নীতিকথা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।