Ho love of mine.. with a song and a wine.. You’re harsh and divine.. like truths and a lie.. রোহান রাঠোর গুয়াহাটি আইআইটি ( IIT ) এর ছাত্র । ছেলেটি ক্যান্সারে ভুগেছিল কিন্তু একটি মেয়েকে অন্তর দিয়ে ভালবাসত ( মেয়েটির নাম ওয়েবে ছড়িয়ে ছিটিয়ে আছে , এখানে নাম নিতে চাচ্ছি না ) । কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটি ছেলেটির ভালবাসা গ্রহণ করল না । শেষ চেষ্টা করে মেয়েটিকে তার ভালবাসা জানানোর জন্য ছেলেটি একটি গান লিখে , Tune Mere Jaana ( Emptiness ) এবং রেকর্ড করে । রেকর্ড করার ১৫ দিন পর রোহান রাঠোর মারা যায় ।
কিন্তু তার ভালবাসার প্রমাণ হিসেবে গানটি থেকে যায় ।
Wait , Wait , Wait ....
এখনই টিস্যু নিয়ে কাঁদতে বসে যাবেন না ।
এই গল্প আসলে একটি নাটক ছিল শুধু গানটির পাবলিসিটি পাওয়ার জন্য । একটি ইমোশনাল গল্পকে ব্যাকগ্রাউন্ড হিসেবে মানুষের মাথায় ঢুকিয়ে দিয়ে গানটির পাবলিসিটির জন্য এই গল্প বানানো হয়।
ফলাফল অবশ্যই অসাধারণ ছিল ! যদি সোশ্যাল মিডিয়ার কথা বলেন , এটা সম্ভবত অন্যতম সফল একটি গান ।
ফেইসবুকে কমিউনিটিতে ৪৯০০০ মানুষ লাইক করে !! এই গানটি ফেইসবুকের অন্যতম শেয়ার করা গানগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠে । ইউটিউবের ভিউজ উঠে যায় মিলিয়নে !
তো , গানটির মার্কেটিং প্লয় ছিল শূন্য আর পাবলিসিটি ছিল অসাধারণ । এখন পর্যন্ত গানটি ফ্রি এবং কম্পোজারের জন্য বা গায়কের জন্য কোন সম্মানীও নেই । কিন্তু এই গল্পের পিছনে আসল উদ্দেশ্য ছিল একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করা । কম্পোজার বা গায়ক কারো কাছেই একটি মিউজিক ভিডিও তৈরি করার পয়সা ছিল না ।
তাই মানুষের মাথায় একটা গল্প ঢুকিয়ে দিয়ে মানুষের মাথায়ই কাল্পনিক ভিডিও তৈরি করে দেয়া হয় । একটি অত্যন্ত প্রভাব-দায়ক এবং সফল একটি ট্রিক ।
হয়তো প্রশ্ন উঠতে পারে কিভাবে জানবেন এই গল্প সত্য না ? সত্যও তো হতে পারে । আচ্ছা তাহলে কিছু প্রশ্নই যথেষ্ট ।
১. প্রমাণ কি যে এই গল্প সত্য ?
উত্তর: গল্প মিথ্যা কারণ আপনি জানতে পারবেন অন্য উত্তরগুলো পড়লে পরেই ।
২. একটি মানুষ ক্যান্সারে ভুগেছে , সে কি মারা যাওয়ার ১৫ দিন আগে একটি গান গেয়ে রেকর্ড করতে পারবে ?
উত্তর: ক্যান্সারে ভুগা এমন কেও যে মৃত্যুর এত কাছে চলে এসেছে তার শরীরে গান রেকর্ড করার মত পর্যাপ্ত শক্তি থাকে না ।
৩. যদি রেকর্ড করাই হয়ে থাকে তাহলে কোন স্টুডিয়ো তে রেকর্ড করা হয়েছে ?
উত্তর: এখনও কোন স্টুডিয়ো কোন ক্লেইম করে নি যে এই গানটি রোহান রাঠোর গেয়েছে এবং তাদের স্টুডিয়োতে ।
৪.রোহান এবং ওই মেয়েটির পরিবার কোথায় ?
উত্তর: এখন পর্যন্ত কেউ রহান বা ওই মেয়ের পরিবার বলে দাবি করেনি ।
৫. IIT গুয়াহাটিতে কি রোহান রাঠোর নামের কোন ছাত্রের রেকর্ড আছে ?
উত্তর: রোহান রাঠোর নামের কোন ছাত্রের রেকর্ড IIT তে নেই ।
৬. শেষ প্রশ্ন ।
কেন এই আস্ত ওয়েবে রোহান রাঠোরের একটি ছবিও নেই ?
উত্তর: রোহান রাঠোরের একটি ছবি পাওয়া যায় ।
ছবির লোকটি এবং ফেইসবুক পেইজের এডমিন একই লোক !!
তাই প্রমাণিত হল যে , রোহান রাঠোরের গল্প সম্পূর্ণই মিথ্যা ।
এই গানের আসল গায়কের নাম হল গাজেন্দ্র ভার্মা । মুম্বাইয়ের ২১ বছর বয়সী সাউন্ড রেকর্ডিস্ট । গান লিখা হয়েছিল আসিম আহমেদ আব্বাসি এবং মনামি রয় দ্বারা ।
ভার্মা বলেছেন, তিনি গান রেকর্ড করে ফিডব্যাকের জন্য কয়েকজনের কাছে দিয়েছিলেন এবং সম্ভবত সেখান থেকে গানটি চুড়ি হয়েছে এবং কোনভাবে রোহান রাঠোর উপস্থিত হয়েছেন । আরো বলেছেন , যে ছয় মাস পর তিনি একটি এ্যালবাম বের করবেন যাতে এই গানটি সহ আরো ৬টি গান থাকবে এবং আশা করছেন এই রোহান রাঠোরের গল্পের শেষ হবে ।
_________________________________________________
এখন গল্প থেকে গানটির বিষয়ে আসা যাক । যদি ভার্মার কথা ঠিক হয়ে থাকে এবং গানটি চুড়ি হয়ে গিয়েছিল তাহলে তো কোন কথা নেই আর যদি ভার্মাই এই রোহান রাঠোর বানিয়ে থাকেন তাহলে আমার মতে যদি গল্প না বানানো হত এবং গানটিকে সাধারণভাবে মুক্তি দেয়া হত , তবুও গানটি এরকম জনপ্রিয়তা পেত । কি নেই গানটিতে ?! প্রতিটা কথায় দুঃখ আর বেদনা ঝরে পড়ে ।
যে আবেগ দিয়ে গাওয়া হয়েছে তা অসাধারণ । আমি ইউটিউবের রিপ্লে বাটন বারবার প্রেস করেছি এই গান শোনার সময় । আমার শোনা অন্যতম সুন্দর গান । হ্যাটস অফ টু গাজেন্দ্র ভার্মা !
নিচে লিরিক্স দেয়া হলঃ Tune Mere Jaana ( Emptiness )
Ho love of mine..
with a song and a wine..
You’re harsh and divine..
like truths and a lie..
but the tale ends not here..
I’ve nothing to fear..
for my love is yell of giving an hold on…
in the bright emptiness..
in the room full of it..
is a cruel mistress ho ho o…
I feel the sunrise..
that nest all hollowness..
or i have the way to go in that cold…
And i feel so lonely yea..
There s a better place from this emptiness..
And i’m so lonely yea..
There s a better place from this emptiness..
yei yei yei ya….
Aa.. aa.. aa…..
Tune mere jaana..
Kabhi nahi jana..
Ishq mera dard mera.. haaye…
Tune mere jaana..
Kabhi nahi jana..
Ishq mera dard mera …
Aashiq teraaa..
Bheed mein khoya rehta hai..
Jaane jahaan a..
Puchho toh itna kehta hai..
And i feel so lonely yea..
There s a better place from this emptiness..
And i’m so lonely yea..
ডাউনলোড লিঙ্কঃ এই গানের অনেক ভার্সন আছে । আসল গানটি হিন্দি এবং ইংলিশে ছিল ।
পরে অনেকে হিন্দিতে পুরো গানটি গেয়ে নেটে ছাড়ে । এখানে কয়েকটি ভার্সনের লিংক দেয়া হল ।
Download Tune Mere Jaana ( Emptiness )
নোটঃ এই গানের একটি ফিমেইল ভার্সনও আছে ! একটি মেয়ে এই গানের রিপ্লাই হিসেবে একটি ফিমেইল ভার্সন ছাড়ে । সেই গানটিও অসাধারণ । নাম: Maine Mere Jaana
© নীল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।