আমাদের কথা খুঁজে নিন

   

একটি চিন্তা, একটি ভাবনা...অবশেষে একটি প্রকল্প



অনেকদিন পর বাংলা ব্লগিং/ফোরামিং জগতে আসলাম। ক্লাশ-পরীক্ষা ও বাসা বদলানো ইত্যাদি নানা কারণে এতদিন এই জগতটাতে ততটা পা দিতে পারিনি। যা হোক, মূল কথায় আসি। সেদিন বাবার সাথে বসে বাংলাভিশনের খবর দেখছিলাম। যেহেতু এ মাসটা বাংলাদেশের জন্য বিজয়ের মাস, সেহেতু চ্যানেলগুলোতে খবরের মধ্যে একটা প্রতিবেদন থাকত মুক্তিযুদ্ধ বিষয়ক।

অন্যান্য বছরগুলোতেও থাকত, কিন্তু এবার একটা নতুন চিন্তা মাথায় এলো সেদিনকার খবর দেখতে দেখতে। আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৩৮ বছর পার হয়ে গেলেও অনেক কিছুই ইতিমধ্যে হারিয়ে যেতে বসেছে। ইতিহাস ধরে রাখার মতো তেমন প্রকল্প সরকারগুলো রাজনীতিকরণের জন্য করে না। মাঝে দিয়ে আমাদের বাঙালীদের একটা মহান অধ্যায়ের অমর ইতিহাস হারিয়ে যেতে থাকে। যেমন, সেদিন বিজয় দিবসের দিনে দেখলাম বিপুল ভট্টাচার্য্য, তিমির নন্দীর মতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা এসে সেই ৭১-এর কিছু অমর গান গাইলো।

বছরের পর বছর চলে যাচ্ছে আর সেইসব অনবদ্য শিল্পীরা বয়স/বার্ধ্যকের কারণে আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। কিন্তু সেইসব অমর সৃষ্টি গানগুলো সংরক্ষণ করার কোনো প্রকল্প সরকারী পর্যায়ে বা বেসরকারী পর্যায়েও চোখে পড়ে না। তা এই বিষয়ে চিন্তার পর্যায়ে সেদিনকার খবর দেখতে গিয়ে একটা বিষয় মাথায় এলো। এইসব চ্যানেলগুলো প্রতিবছরই বিজয়ের মাস ডিসেম্বর, ভাষার মাস ফেব্রুয়ারী ও স্বাধীনতার মাস মার্চে প্রতিবেদন প্রকাশ করে প্রতিদিনকার খবরগুলোতে। সেইসব প্রতিবেদনগুলোতে সেইসময়কার যারা এইসব মহৎ কাজগুলোর স্বাক্ষী বা সরাসরি অংশগ্রহণ করেছেন তাদের কথা উঠে আসে।

তাছাড়াও আরেক প্রতিবেদনে দেখলাম বিদেশীদের আমাদের মুক্তিযুদ্ধে অবদান সম্পর্কেও প্রতিবেদন। এসব দেখে চিন্তা করলাম এসব তো আমাদেরই সংরক্ষণ করা উচিত। হয়ত বা সময়ের দাবীতে যখন যুদ্ধাপরাধীদের বিচারের কথা উঠে আসবে কিংবা ৫০-১০০ বছর পরে বাঙালী জাতি তাদের পিছনের ইতিহাস জানতে চাইবে তখন এইসব প্রতিবেদন তাদেরকে অনুপ্রেরণা যোগাবে। তাই চিন্তা-ভাবনাটুকু মাথায় আসার পর থেকে শুধু সেমিস্টার শেষ হবার অপেক্ষায় ছিলাম। আজ ছুটির প্রথম দিনেই এই পোস্টের মাধ্যমে একটা প্রকল্প হাতে নিতে চাই।

তা হলো, সেইসব প্রতিবেদন নানা চ্যানেল থেকে সংগ্রহ করে ইউটিউব বা এধরণের সাইটে কিংবা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি ওয়েবসাইট/ব্লগ সাইটে সংরক্ষণ করা। আমি ইতিমধ্যে কিছু খবর ডাউনলোড করেছি। আরও করছি। এই কাজে আমার জন্য বিশেষ উপকারে আসছে নাগরিকনিউজের ও অলবাংলানিউজ সাইট দুটো। আমি আপনাদের নিকট এই পোস্টের মাধ্যে আহবান করতে চাই কি করে এই প্রকল্পটিকে সার্থক রূপদান করা যায় সে বিষয়ে আপনার মতামত, উপদেশ ও সাহায্য দিন।

যাতে করে এটি একটি সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের ইতিহাস রক্ষার্থে এক বিরাট ভূমিকা পালন করতে পারে। আমি সম্প্রতি নতুন বাড়িতে উঠাতে আমার স্পীড আগের যেকোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশী। যদিও আমেরিকায় এর চেয়েও অধিক স্পীড সম্পন্ন আইএসপি আছে। কিন্তু আমার ১০ মেগা ডাউনলোডের স্পীড নিয়েই আমি খুশী। তাই ডাউনলোডের/আপলোডের বিষয়ে আমার কোনো সমস্যা নাই।

পরিশেষে এই পোস্টের ইতি টানতে চাই আপনাদের সকলের সহায়তা কামনা করে যাতে এই প্রকল্পটি সার্থক হয়। মূলপোস্ট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.