আমাদের কথা খুঁজে নিন

   

রেসিপিঃ ৮০ টাকায় ভদকা এবং বিয়ার !!

কারেন্ট না থাকিলে মোমবাত্তি'ই ভরসা !! আমি একসাথে ভদকা এবং বিয়ার দুইটাই বানানো শিখামু। যারা যারা শিখতে চান, ঝটপট পড়ে ফেলেন না যেন। মনোযোগ দিয়ে এক ঘণ্টা লাগিয়ে পড়েন। কারন এইটা খুব জটিল প্রক্রিয়া। কয়েকটি রাসায়নিক বিক্রিয়ার মধ্য দিয়া কাজ শেষ করন লাগব।

কিন্তু খরচ মাত্র ৮০ টাকা ! ভদকাঃ উপকরণঃ এপি ফিজ ড্রিংক ২৫০মিলি, ভিনেগার ২ চা চামচ, লেম্বুর রস একটু, ডেক্সট্রজ গ্লুকোজ ৩ চা চামচ, তিতা লাগার জন্য নিম পাতার রস ২ চা চামচ। পদ্ধতিঃ সব উপকরণ মিক্স করুন। দেখবেন কেমন বিক্রিয়া শুরু হয়। ১০ মিনিট ওয়েট করুন। বিক্রিয়া থামলে গ্লাসে নিয়ে খেতে থাকুন দারুন স্বাদের ভদকা!! বিয়ারঃ উপকরনঃ মজো/ইউরো কোলা ২৫০মিলি।

বাকি সব উপকরণ ভদকার অনুরূপ। স্বাদের জন্য আইসক্রিম মেশাতে পারেন। পদ্ধতিঃ সব উপকরণ ব্লেন্ডারে মিক্স করেন। দেখবেন একটু পড়েই ফেনা সহ তৈরি হয়ে গেছে দারুন মজাদার এবং নেশাদায়ক বিয়ার ! সতর্কতাঃ গ্লুকোজ ধিরে ধিরে মেশাবেন। একসাথে সব ঢেলে দিলে বিক্রিয়া করে অতি মাত্রায় ফেনা হবে এবং সব ড্রিংক গ্লাস এর বাইরে পড়ে যাবে।

সামনে আরও মজার মজার রেসিপি নিয়ে হাজির হব। খেয়ে কেমন লাগল যানাবেন। তয় খাইয়া বমি করলে রিস্ক কিন্তু আমার না !! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.