জীবনকে এডিট করা যায় না কখনো ..। আমাদের ক্লাসে (university তে ) তিন জন মামুন ছিল. একজন কে আমরা ডাকতাম টেম্পু মামুন, আরেকজনকে ডাকতাম জাঙ্গিয়া মামুন , অন্যজনের নাম ছিল চেগায়ন্না মামুন. এবার আসি কিভাবে এদের এই নাম হলো প্রথমেই টেম্পু মামুন , সে tuition করাতো ৮/১০ তা , আর সে টেম্পু দিয়ে বেসি আসা যাওয়া করত বলে সবাই মিলে টেম্পু মামুন বলে ডাকা শুরু করি , আজ সবাই টেম্পু মামুন বলেই চিন জাঙ্গিয়া মামুন এর কথা ভিন্ন , সে একদিন চেগায়ন্না মামুন কে নিয়ে জাঙ্গিয়া কিনতে যায় , ২/৩ ঘন্টা ঘুরার পর সে ২ টা জাঙ্গিয়া কিনছে, চেগায়ন্না মামুন পরের দিন আমাদের বলল এই এই বেপার সালারে নিয়ে পরছি বিপদে , অর নাকি জাঙ্গিয়া পছন্দ হয় না , ২/৩ ঘন্টা গুড়ার পর সে বেগুনি রং এর জাঙ্গিয়া কিনছে , তাই আমরা সবাই জাঙ্গিয়া মামুন বলে ডাকতাম ... আর চেগায়ন্না মামুন চেগায়ে হাটে তাই এই নাম ... আপনাদের কোনো মজার নামের অভিজ্ঞতা থাকলে share করবেন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।