ছাত্র রাজনীতির আদর্শবাদী ও বিপ্লবী ধারাকে শক্তিশালী করার প্রত্যয় নিয়ে ১৬ই মে, বুধবার বরিশাল বিএম কলেজ মুক্তমঞ্চে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্দোগে নবীন বরণ অনুষ্ঠিত হয় ও নবীন শিক্ষার্থীদের ভাষা আন্দোলনের ইতিহাস সংবলিত বই ও ফুল দিয়ে বরণ করা হয়। উক্ত অনূষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট গনসঙ্গীতশিল্পী মাহমুদুজ্জামান বাবু। উক্ত অনুষ্ঠানে বক্তারা ছাত্র রাজনীতির আদর্শবাদী ধারার বিভিন্ন দিক এবং বর্তমান ছাত্র রাজনীতির নৈতিক স্খলনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা দেশ ও দেশের মানুষের প্রতি ছাত্রসমাজের দায়িত্বের কথা নবীন শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হাবিব রুমন, বিএম কলেজ শাখার সম্পাদক বদরুদ্দোজা সৈকত, শেরে বাংলা মেডিকেল কলেজ শাখার সংগঠক মনীষা চক্রবর্ত্তীসহ অনেকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।