১-৩-১২
স্থান ঃ বনানী বাস স্ট্যান্ড
আমি ছাত্র মানুষ ভাই তাই বলে তো নিজের চোখের সামনে ছাত্রদের এই বরবরতা দেখতে পারিনা,তাই লিখতেই হলো।
আজ যখন বাসায় ফেরার সময় বাস স্ট্যান্ড গিয়ে দারালাম দেখলাম ২-৩ জন ছাত্র রাস্তায় সিগন্যাল না মেনে পার হচ্ছে। আচ্ছা ভাই পার হবেন হন,কেউ আপনাকে বাধা দিতে আসেনি,যেহেতু আপনি নিজের ইচ্ছায় পার হচ্ছেন সেহেতু আপনার রিস্ক আপনার। যাক দেখে সুনে পার হন। না, তারা রাজার বেশে হেলেদুলে পার হচ্ছেন।
হঠাত করে একটা টয়োটা ফিল্ডার গাড়ি তাদের ঠিক সামনে এসে পরলো এবং ওই রাজাবেশি ছাত্র ভাই এর সাম্নেই ব্রেক করলো।
দুরভাগ্য বসত গারির সাম্নের ফেন্ডার তা আমাদের ওই একজন রাজা ভাই এর লেগে গেল (তবে খুব সামান্য পরিমানে)।
এবার দেখুন আমাদের কান্ড।
ড্রাইভার জেইনা গারি থেকে নেমে দেখতে গেল,তাকে তারা ধরে দে মার,ঠিকাছে ভাই মারলেন,তাও মানলাম,তার পরেই তারা গারি আটকে স্থানিয় কতিপয় আওয়ামি লিগ নেতার হাতে ড্রাইভার কে ধরিয়ে দিলেন,নেতাও কম ্যান না,উনিও ড্রাইভার কে ধরে দে মার।
যাক অবশেষে মারামারির অংশটুকু গেলো।
সামান্য ছোয়া লাগায় মারলি, গালাগাল করলি,গারি আটকে বসিয়ে রাখলি,এখন তো ছেরে দে..। .। .।
এবার শুরু নেতাদের কাজ। তারা ড্রাইভার কে নিয়ে তাদের ক্লাব ঘরে আটকে গারির মালিক কে ফোন দিয়ে শুরু করলেন ঝারি।
অপরদিকে আমাদের রাজা ভাই দের বললেন আহত রাজাকে হাস্পাতালে নিয়ে ্যেতে (যদিও আরালে গিয়ে আস্তে করে চলে যেতে বললেন)।
মালিক কে ডেকে আনিয়ে তার কাছ থেকে টাকা খেয়ে তারপর বললেন যে "এখন আস্তে করে আপ্নারা চইলা যান নয়তো ছাত্ররা টের পাইলে কিন্তু গারি ভাইঙ্গা দিবো" দ্যাখেন রাজনিতি কাকে বলে.।
ওরে রাজা ভাইরা আপ্নারা যে ছাত্র হবার যে কু ব্যাবহার করলেন তাতে আপনাদের কি কোন লাভ হলো?
আজ ্যদি ওই গারির মালিক ড্রাইভার ক চাকরিচুত করে তার ঘরে কি আপ্নারা চাল নিয়ে দিবেন???
এই নাকি ছাত্রদের কাজ। এই নাকি আমাদের শিক্ষা। এসব গ্রন্থের শিক্ষার সাথে সাথে মানুশ হতে শেখাটাও জরুরি ভাই।
আজ আপনাদের কাজের জন্য আমাদের যে দুরনাম হলো তার ভরনপোষন দেবার খমতা না আপনার আছে না আমার আছে। আপ্নাদের কাজের জন্য আজ আমাদের ্কে ছাত্র না ডেকে ডাকা হলো ছাত্র নামের সুবিধাবাদি। এটাই কি আমদের শিক্ষা???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।