আমাদের কথা খুঁজে নিন

   

ইস্কুল খুইলাছেরে মৌলা স্কুল খুইলাছে, দু’পাহাড়ের মাঝে মৌলা ইস্কুল খুইলাছে।

ইস্কুল খুইলাছে রে মাওলা স্কুল খুইলাছে গাউসুল আযম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে। সেই ইস্কুলের এমনি ধারা মায়না ছাড়া পড়ায় তারা সিনায় সিনায় লেখাপড়া শিক্ষা দিতেছে গাউসুল আযম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে। ভক্তিমূলক গানটির লেখক কবিয়াল রমেশ শীল (ইংরেজি ১৮৭৭- – ১৯৬৭) ইস্কুল খুইলাছেরে মৌলা স্কুল খুইলাছে, দু’পাহাড়ের মাঝে মৌলা ইস্কুল খুইলাছে। শুনতাম, গাইতাম কিন্তু অর্থ বুঝতাম না । মনে করতাম দু’পাহাড়ের মধ্যখানে, খোলা আকাশের নিচে একটা স্কুল আছে সেখানে লম্বা লম্বা চুলওলা লোকদের কে মাইজভান্ডারী শিক্ষা দেন ।

আমাদের গ্রামে একটা পীরের মাজার আছে, বাৎসরিক উরুছ হয়, সেখানে লম্বা লম্বা চুলওলা লোক আসে, সারা রাত্র গান বাজনা হয় । লম্বা লম্বা চুলওলা লোক গুলা সারা রাত্র খলকি ভরে গাজা খায়, ধ্যান ধরে বসে থাকে, জিকির করে কিন্তু জিকিরের ভাষা বুঝা কঠিন আবার কেউ কেউ জোরে হঠাৎ ‘হক মৌলা’ বলে উঠে । কে সে গাউসুল আজম মাইজভাণ্ডারী, যার কথা ফিরোজ শাঁই কন্ঠে রেডিও তে শুনতাম । ‘গাউসুল আজম মাইজভাণ্ডারী’ এটা একটা পরিচয়-উপাধি কোন নাম নয় । ‘গাউস’ হচ্ছে সাহায্য বা উদ্ধার কারি আজম হচ্ছে সবচেয়ে বড় বা শ্রেষ্ট আর মাইজভাণ্ডার হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার একটি গ্রাম ।

১৮২৬ ইংরেজিতে মাইজভাণ্ডার গ্রামে জন্মগ্রহণ করেন সৈয়দ আহমদ উল্লাহ । মৃত্যু ১৯০৬ ইংরেজিতে মাইজভাণ্ডার গ্রামে । বর্তমানে উপাধি টাইটেল সহ নাম হচ্ছে: গাউছুল আজম হযরত সৈয়দ আহমদ উলস্নাহ মাইজভাণ্ডারী (কঃ) Stop. (ক: ) এর অর্থ কি ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.