আমাদের কথা খুঁজে নিন

   

ইস্কুল ব্যাগ



ছোটো থেকে ই আমরা ইস্কুলে জাওয়ার জন্য ব্যাগ ব্যবহার করেছি।কারন বই খাতা পেঞ্চিল রাবার. রাখার জন্য।খুব ভাল কথা।জীবণে এগিয়ে জাওয়ার জন্য লেখাপড়া প্রয়োজন।কিন্তু আমার প্রস্ন হল যে জিনিস টা নিয়ে এগিয়ে জাব আমরা তা কেন পিছনে করে নিয়ে জাওয়ার ব্যবস্থা করলাম?পিছনে কারা থাকে ভিতু,চোর,ইত্যাদি প্রকৃ্তির মানুষরা।৫ বছরের ১টি বাচ্চাতো এটাকে ঠিক বলে মেনে নেবে তাই নই কি?মুরুব্বি গণদের কাছ থেকে শুনেছিলাম এখন ও শুনি হাত থেকে পড়ে গেলে সালাম করতে হয়।পিছে থাকা!!!!!!!!!!!!!কিছুকে কি উচিত পড়েগেলে সম্মান দেখান।যদি তাই হয় যে পরিমান জ্যাম আমাদের রাস্টায় বিশেস করে স্কুল সময় এ বাচ্চাদের কে এমন ভাবে স্কুল ব্যাগ তৈরী করতে পারি প্রজুক্টির ব্যবহারের মাধ্যমে জাতে শিশুরা ইস্কুলে কম সময়ে জাতায়াত করতে পারে ব্যাগ এর ব্যবহার ছাড়া এই কারন এ ামি বাবুদের জন্য SkiBag তৈরীর আবেদন করছি প্রজুক্টিবিদ গনের কাছে।আমার বাজে চিন্তা কি বাস্তব এ প্রয়োগ সম্ভব?যাতায়াত ের সুবিধা ও বৈ খাতা নিয়ে বাবুরা ইস্কুলে যাবে সথে ব্যয়াম হবে শরীর ভালো থাকবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.