আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়তমা ও -------------

জানার চেয়ে অজানা বেশি তোমার ঐ সুন্দর প্রস্ফুটিত অনিন্দিত মুখ বার বার ঋতুরাজ বসন্তের মতো দেরী করে না এসে , সেকেন্ডের কাঁটার মতো আসতে পারত কিন্তু আমার মন তাতে খুশী না হয়ে ন্যানসেকেন্ডের গতিতে আঁকে । জয়নুল আবেদীন, এস এম সুলতান , মকবুল ফিদা , লিওনার্দো , পাবেল পিকাসো , ডিয়েগো রিভেরা কেউ আমার মতো তোমার নিখুঁত ছবি হৃদয়ে আঁকতে পারেনি কারণ তুমি যে শুধু আমার নয়নের মাঝে পেয়েছ ঠাই । সকালের স্নিগ্ধতা মলিন করা হাসি দেখে সম্রাট শাহজাহান তার সবরাজ্য তোমার পায়ের কাছে নিয়ে আসত । আমি কি দিতে পারি সেটা শুধু তুমি আর আমি জানি আর কেউ জানেনা । আর জানবেই বা কেন ? আকাশের ঘন কালো মেঘ তোমার কেশরাশি দেখে লজ্জায় ধূলার ধরণীর বুকে লুটিয়ে পড়ে আর মনের গভীরে কষ্টটা লুকায়- কেশরাশি নয়ন ভরে না দেখার কষ্ট ।

তুমি আজ আসলে না , আমি তোমার জন্য একটা প্রহর খর উত্তাপ, তাল পাকা গরমে রোদে দাঁড়িয়ে ছিলাম । তুমি আসনাই তার কারণ অন্য সবাই যেমন জানতে চায় , আমি তা বলব না । তুমি আর আমি পৃথিবীর সকল নক্ষত্র থেকে ভিন্ন , তাই দুজন শত আলোক বর্ষ দূরে থেকেও একত্র । শীতের রাতে সবাই যখন ঘুমায় আমরা দুজন খোলা মাঠে পাশাপাশি বসে শিশিরের শব্দ, পাখিদের আর্তনাদ শুনি । আকাশের বাঁকা চাঁদ তোমার হাসিতে ডুবে যায়, চারদিক অন্ধকার হয়ে দুজনকে গ্রাস করে , তবু মোদের বসে থাকার ভালো লাগার প্রহর শেষ হয় না।

কবে যে মোরা দুজনে দুজনার মাঝে হারিয়েছি কেউ জানেনা । এখনো বসে আছি পাশাপাশি, শুধু আকারের পরিবর্তন পেয়েছি ক্ষুদ্র থেকে ক্ষদ্র হয়ে ধূলায় মিশে । আমাদের ভালবাসার কোন পরিবর্তন হয়নি । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।