অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... প্রিয়তমা তোমাকে চাই, তোমাকে চাই আমি সুন্দর শান্ত সকালে যখন ফুল ফুটেছে আমার বাগানে, ফুলের শোভায় মনে রঙ লেগেছে ভালোবাসতে চাই আজ শুধু তোমাকে। প্রিয়তমা তোমাকে চাই, তোমাকে চাই আমি উষ্ণ রৌদ্র তাপে যখন ব্যস্ত কোলাহল চারিদিকে, তুমি আসবে প্রিয়া আমার কাছে আমার জন্য একটু ছায়া হয়ে। প্রিয়তমা তোমাকে চাই, তোমাকে চাই আমি সূর্য যখন লালচে যখন গোধূলি লগ্ন যায় গড়িয়ে, দিনের আলো যায় যে হারিয়ে বসবো দু'জন নদীর বালু তীরে। প্রিয়তমা তোমাকে চাই, তোমাকে চাই আমি রাত্র গভীর অন্ধকারে যখন বিরহিনী ডাহুক ডাকবে এক লয়ে, হাসনাহেনা সুগন্ধ ছড়াবে গোপনে গোপনে তুমি থাকবে আমার পাশে শুয়ে। যখন নব প্রভাতের অরুণ আলো ঠিকরে পড়বে না চারিদিকে ততক্ষণ থাকবো দু'জন এক সাথে, তোমার চোখে চোখ রাখবো শুধু তোমায় দেখবো আর ভালোবাসবো। আমি বলবো প্রিয়তমা তুমি আমার প্রিয়তমা তুমি শুধু আমার তুমি মোর আপন,হ্নদয়ের সুখের অনুরণন; আমার ভালোবাসা আমার চিরচেনা প্রিয় তুমি আমার প্রিয়তমা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।