নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন
প্রিয়তমা, শুনছো ?
হ্যাঁ, আমি তোমাকেই বলছি ।
অবাক হলে ?
ওমা, অবাক হবার কি আছে ?
আমি তো প্রতি রাতেই স্বপ্নে তোমাকে এই নামে ডাকি!
কই, তখন তো অবাক হয়ে এমন চোখ কপালে তুলো না!
নাহ! আমার মাথা একদম ঠিক আছে ।
আর ভণিতা নয়, আজ সোজাসুজিই সব বলব ।
তাইতো এত রাতে তোমাকে ডেকে তুললাম!
উফ, আর দেরী করতে পারছিনা;
তুমি তো জানই আমি খুব নার্ভাস হয়ে যাই !
এক কাজ করি- চোখ বুজে এক নিঃশ্বাসে বলে যাই,
তুমি শুনঃ
তোমায় যেদিন প্রথম দেখি, সেদিনই আমি এই আমাকে
এক অন্য “আমি” তে পরিণত হতে দেখেছি ।
তোমার ঐ দু'চোখে আমি নিজেকে হারিয়ে ফেলেছি ।
শত চেষ্টায়ও আমি তোমার থেকে নিজেকে দূরে রাখতে পারছিনা ।
যতটুকু সময় তোমার সাথে থাকি,
আমি কেমন যেন একটা ঘোরের মাঝে থাকি ।
কিভাবে যে সময় চলে যায়, আমি বুঝতেই পারিনা ।
ইচ্ছে হয় তোমার পাশে সারাক্ষণ বসে থাকি ।
ইচ্ছে হয় তোমার ঐ চশমার ফাঁক দিয়ে
তোমার ঐ কথা-বলা চোখ দু’টির দিকে অবিরাম তাকিয়ে থাকি ।
চশামাতেই তুমি এত সুন্দর,
না জানি খালি চোখে তুমি আরও কত না সুন্দর !
চুলগুলো ছাড়াই থাক না !
খোলা চুলেই তোমাকে সবচেয়ে বেশী সুন্দর লাগে ।
তোমার সুন্দর মনের সরল বিশ্বাস আমায় অন্যরকম এক আস্থা যোগায় ।
তোমার ঐ মায়াকরা চাহনি,
আর ঠোঁটের কোণে এক চিলতে হাসি আমাকে অন্যমনস্ক করে দেয়,
আমি পাগল হয়ে যাই- বিশ্বাস করো !
তোমার ভাবনায় কেটে যায় আমার প্রতিটি মুহূর্ত ।
আমার সমস্ত সত্ত্বা জুড়ে শুধুই তুমি ।
তোমাকে পেলে আমি নরকে যেতেও রাজি, বিশ্বাস করো !
বিশ্বাস করো, বুকের কোণে কেমন একটা চিনচিনে ব্যাথা অনুভব করছি ।
এটা কিসের ব্যাথা জানো?
এ ব্যাথা তোমায় মিস করার,
এ ব্যাথা তোমায় কাছে না পাবার ।
বিশ্বাস করো,
এ ব্যাথা আমার রক্তের শিরায় শিরায় তোমায় অনুভবের ।
বিশ্বাস করো,
এ ব্যাথা তোমার প্রতি আমার ভালবাসার ।
আমি তোমাকেই ভালবাসি,
আর তুমি?
- দেবু ফরিদী (DEV D NIPUN)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।