আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়তমা তোমার অপর নাম কবিতা

Bringing about gentle and painless death from incurable Death. অনিন্দ্য সুন্দরের গহ্বরে জটায়ু চুলের সন্নাসি । ধ্যানে মত্ত।শুভ্র কাশফুল, একহারি গড়নে প্রমত্তা যৌবণা, বাতাসের ঝাঁপটায় এলোকেশির প্রতিটি দোল; যেন বিশ্বকর্মার ঘুম ভাঙ্গানো উর্বশীর নাচের মূদ্রা ! হেমন্তের অভিশাপে বনে পাতা ঝরানোর প্রতিযোগীতা যদিও সামান্য; তথাপি ঘাসে জমে উঠা বিন্দু শিশির আলোক ছটায় সপ্তম নৌবহর সদৃশ হীরক মঞ্চায়ন ! বিধাতার ধ্যানে মত্ত জটায়ু সন্নাসির জ্ঞান ফেরে । ধ্বংসের আশ্চর্য খেলার এই পৃথিবীজুড়ে তোমাকে ঘিরে চারুলতা,পুষ্প,হাজারো রামধনুর অবাক রঙের প্রজাপতি, সবাক পাখি, সব, সব তোমাকে ঘিরেই প্রদক্ষিণ করে । গ্রহ যেমন নক্ষত্রকে ঘিরে । আমি জটায়ু সন্নাসি দৈবতে তোমাকে পেয়ে ঈশ্বরের করুণার হুর ছেড়ে তোমায় নিয়েই আমার কবি মন এবং কবিতার আবির্ভাব- পুষ্প মাল্যের আর্ঘ্য ছেড়ে কন্টকে বিধে যাওয়া হাড় পাজরের অনু-পরমানু পরিমাণ রক্তের ফোটায় লিখছি তোমায় নিয়ে কবিতা । প্রিয়তমা, তুমি হয়তো জানো না তোমার অপর নাম কবিতা । কবিতার প্রতিটি দাড়ি,কমা, সেমিকোলন, একেকটি যতি চিহ্ন তোমার শরীরের একেকটি অঙ্গ-প্রতঙ্গের কাব্যিক বর্ণনা । জানিনা তোমায় নিয়ে লিখা আমার কবিতা তোমার পড়বার ফুসরত হয় কিনা; আর পড়লেও বিখ্যাতদের ভিরে আমি নামহীন কবির কবিতার কয়েক ছত্রে তোমার মন ভরে কিনা ? তোমার মন ভরুক আর নাই ভরুক জেনে নিও আমার কবিতা কেবল তোমাকে ঘিরেই- যেমন গ্রহ নক্ষত্রকে ঘিরে ! সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাইয়ের সম্মোহন এ কমেন্টকৃত।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।