Bringing about gentle and painless death from incurable Death. মেঘ দেখি... মেঘ পথ দ্যাখায়- বৃষ্টি! সে তো আসে না। নিদারুন খরায় পাঁজর ঘেমে যায়! ঘামে নোনা স্বাদ, চোখের জলেও তাই... রক্তে নিকোটিনের কটু গন্ধ বৃষ্টি তোমায় চাই-ই-চাই। হলুদ খামে নীল চিঠি- প্রিয়তমা বৃষ্টি হে... নিদারুন খরায় জ্বলে পুড়ে যাই-- বিটপীর শাখায় হলুদ পাতা; ওগো মেঘ, তুমি ঋতুমতী হও... বৃষ্টি হও- ভেজাও আমায়। বৃষ্টি, তোমার অনেক প্রার্থী-- অজ গাঁ থেকে নিয়ন বাতির শহরে... তোমায় নিয়ে হল্লা অনেক নিভৃতচারি হৃদয়ে। বৃষ্টি তুমি এসো, ভিজিয়ে দাও... অকারন মরুকরণ হচ্ছে ধূলিময় এ হৃদয়ে। দিনের শ্যাষে রাত এসে যায়... ভিজে বালিশ, ভিজে তোশক, চাদর স্যাঁতস্যাঁতে এই ঘামেতে... অভিমানী সবুজ হলুদ বণে যায়... খেয়া পাড়ের মাঝি নাদের আলির গানে- রস নেই প্রাণ নেই হাসি নেই প্রিয়ার ঠোঁটে তিত করলার স্বাদ! ওগো মেঘ তুমি ঋতুমতী হও... বৃষ্টি হয়ে ঝড়ে পড়ো!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।