চারটি সিগারেট আর ছয়টি দেশালাইয়ের কাঠি, আর বুকে জোঁকের মতো বিঁধে থাকা সূর্য্য লুটের গান। বুকের বাম পাশে খসখসে স্পর্শ অথবা অভিমান, হৃদয়ে আগুনের ফুলকির মত জমে থাকা আহবান, ভালোবাসা অথবা বিপ্লব দুটো ঠিক পাশাপাশি রয়ে গেছে। বলেছিলে, ফেলানী ঝুলেছে তোমার কি মত? তোমার লেখায় কি এখনো ভালোবাসা উড়ছে লাশের গন্ধ মাখা বাতাসে! অথবা ধরো সীমান্তে আততায়ী বুলেট আর উলঙ্গ বাংলাদেশ, তুমি চুপচাপ বসে ভাবো, সবচেয়ে প্রেমময়ী কোন ছন্দের খোঁজে? নপুংশকের মত তোমার কথামালা উচ্চারিত হবে কাব্যের পৃষ্ঠায়... এতেই তুমি খুশি, তুমি কবি তোমার বেশ বাজার দর! সেদিনের কথাগুলো আমি শুনেছি, বলার কিছু পেয়েও কিছু বলতে গিয়েও বলে ফেলা হয়নি। আজো পারবো না, প্রিয়তমা তুমি বরং বিদ্রোহ হও! আজ আমায় নিয়ে কবিতা লেখা হবে আজ যে আমি লাশ হয়ে ঝুলছি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।