আষাঢ়ে বাদল ************ সাদা মেঘের ভেলায় চড়ে এল আষাঢ়ে বাদল নদী জলে পড়ে ছায়া আকাশ তরু ফল কদম ডালে হলুদ ফুলে মন কেড়ে নেয় কার বাঁশীর সুরে হৃদয় খাঁড়ে সখির নজর ভার কাশবনে বক হটাৎ ওড়ে ঝিলের জলে হাঁস কুলবধু কলসি লয়ে নদে পুড়ায় মনের আঁশ । রঙ ধনু রঙে সাজে আকাশের গায়ে তায় রুদ্র ছায়ার ভাসে ফানুস মাঠের ঐ কিনারায় । বাগানে সাজে নতুন কুঁড়ি মৌ অলিরা ভাসে ফুলে আষাঢ়ে মেঘ ভিজিয়ে কেশ আসে বাংলাদেশের কুলে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।