আমাদের কথা খুঁজে নিন

   

আষাঢ়ে সংলাপ

শফিক হাসান বাংলাদেশে আষাঢ়ে গল্প চর্চার ধারা বেশ বেগবান! আষাঢ় মাসের শুরুতে আষাঢ়ে গল্প থেকে কিছু আষাঢ়ে সংলাপ নির্বাচন করা হয়েছে। দেখুন কে কেমন সংলাপ দেন (নিজেরটাও মিলিয়ে নিন)! পুলিশ ষইউ আর আন্ডার অ্যারেস্ট! ষআইন সবার জন্য সমান! ষঅপরাধী যে-ই হোক, তাকে ধরা পড়তেই হবে! অভিনেতা ষভক্তদের এত বেশি ফোন আসে, বাধ্য হয়ে আমাকে কিছুদিন পরপর নম্বর পাল্টাতে হয়! ষএকজন কো-আর্টিস্টের সঙ্গে যতটুকু সম্পর্ক থাকা দরকার, ওর সঙ্গে আমার ঠিক ততটুকুই সম্পর্ক! ষএই চরিত্রে অভিনয় করে গভীর আনন্দ পেয়েছি! সরকার ষআগামী ৩ বছরের মধ্যে সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান নিশ্চিত করা হবে! ষজনগণ আমাদের সঙ্গেই আছে! ষআসুন, দেশকে এগিয়ে নিতে সবাই একযোগে কাজ করি! বিরোধী দল ষআমাদের আমলে দেশ আরও ভালোভাবে চলেছে! ষদাবি মানা না হলে লাগাতার হরতাল! ষএই সরকার ব্যর্থ, জনগণ ঠিকই এই সরকারকে শিক্ষা দেবে! বিটিভির সংবাদ পাঠক ষসাফল্য, উন্নয়ন আর সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ...! ষদেখছেন সংবাদ, এবার একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর থাকছে...! ষরাজনীতিতে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন...! রাজনীতিবিদ ষআমরা গণতন্ত্রে বিশ্বাস করি! ষএই দলের আদর্শ আমাকে মুগ্ধ করেছে! ষআপনাদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব! ছাত্র ষস্যার, পেটেব্যথা ছিল, তাই স্কুলে আসতে পারিনি! ষহাফ ভাড়া ক্যান মামা, ভাড়া না রাখলে কী হয়! ষতোর গাইড বইটা এক সপ্তাহের জন্য দিস তো! শিক্ষক ষআমরাও তো ছাত্র ছিলাম! তখন শিক্ষকদের সম্মান করতাম, দেখা হলে সালাম দিতাম! ষশোনো বাছারা, পরীক্ষা তো এসেই গেল। পরীক্ষায় পাস করতে হলে নিয়মিত কোচিং করতে হবে! ষআমার সামনে তোমার নিজেকে ছাত্রনেতা পরিচয় দিতে লজ্জা করল না! তুমি কিসের ছাত্র, বই কই তোমার! প্রেমিক ষআমি তো তোমাকে প্রথমবার দেখেই মুগ্ধ হয়েছি! ষবিশ্বাস করো, জরুরি কাজ ছিল তাই আসতে দেরি হয়েছে! ষতোমাকে আজ খুব সুন্দর লাগছে! প্রেমিকা ষবিদেশ থেকে আমার মামা ফোন করেছেন তো, পরিবারের সবার সঙ্গে কথা বলেছেন! তাই ফোন বিজি ছিল! ষদেখো, বাসা থেকে আমাকে চাপ দিচ্ছে, যা করার তাড়াতাড়ি করতে হবে! ষছাগলটা তো আমার জন্য দিওয়ানা! ডাক্তার ষএই টেস্টগুলো করিয়ে আনুন! ষগরিব বলে সময় নষ্ট করবেন না! আমি নিজেও তাই; নইলে কি আপনার চিকিৎসা করি! ষএকি, এগুলো তো মদন ডায়াগনস্টিক সেন্টার থেকে করানো হয়নি! হবে না, আবার যান! বিমূর্ত ধারার শিল্পী ষপ্রাচ্য এবং পাশ্চাত্যের যে মিথস্ক্রিয়া সেটাই আমার ছবির প্রধান বিষয়! ষনারীর অবয়ব, গতিপ্রতিকৃতি অঙ্কনে আমি বেশ যত্নশীল! ষদেশ ছাড়িয়ে বিদেশেও আমার ছবি সমাদৃত হচ্ছে! এই তো গত সপ্তাহে একটা ইংরেজি পত্রিকায় লিখেছে...! স্বামী ষতুমি তো মার্কেটেই যাও না, শাড়িই কেন না। ষতোমার বোনরা তো যথেষ্ট ভদ্র-বিনয়ী, তুমি এমন হলে কীভাবে! ষতুমি এত কম টাকা খরচ কর কেন? স্ত্রী ষআমি বলেই এ সংসারে আছি, অন্য কোনো মেয়ে হলে কত আগে লাথি মেরে চলে যেত! ষবাচ্চাদের মুখের দিকে চেয়ে অনেক কিছুই নীরবে সহ্য করি! ষআসলে ও আমাকে খুব ভালোবাসে তো! তাই একা থাকতে পারে না! শাশুড়ি ষতুমিই আমার সহজ-সরল ছেলেটার মাথা খেয়েছো! ষআমরাও তো এককালে বউ ছিলাম, কিন্তু তোমার মতো এমন কুটনি ছিলাম না! ষঅত বাবার বাড়ি বাবার বাড়ি কর কেন? বিয়ের পর স্বামীর বাড়িই মেয়েদের আসল ঠিকানা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।