আমাদের কথা খুঁজে নিন

   

আষাঢ়ে বৃষ্টিতে আজ খুব করে ভিজলাম

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

কয়েকদিন যাবৎ বৃষ্টি ঝড়ছে তো ঝড়ছেই, গ্রামের পথ ঘাট পিচ্ছিল এবং কাদাময় ।

হেটে চলাচল করা খুবই কষ্টকর । বৃষ্টি আমাকে যত কষ্টই দেয় না কেন বৃষ্টিকে আমি খুবই ভালোবাসি । দুপুর বেলা বাড়িতে আসতেই দেখি ছোট ছেলেটা তার মায়ের কাছে অনুমতি চাচ্ছে বৃষ্টিতে ভেজার জন্য । কিন্তু জ্বর আসবে ঠান্ডা লাগবে ইত্যাদি বলে তাকে নিবৃত্ত করার চেষ্ঠা চলছে । আমি আসতেই আমার কাছে অনুমতি চাওয়ার আগেই বললাম, চল বাবা আজ বৃষ্টিতে ভিজব ।

তারপর দুজন ছাদে গিয়ে ভিজলাম, আমি চিৎ হয়ে শুয়ে ছিলাম অনেকক্ষণ, ছেলেটা কি যে ভীষণ খুশী হল, দৌড়াচ্ছে আবার একসময় আমার বুকের উপর এসে আছড়ে পড়ছে । আর ওর মাঝে আমার শৈশবকে দেখলাম......................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।