তুমি কি আমায় ভাবো
অনেক আগের কথা, তখন তোমরা বেশ ছোট। আমি,ছোট একটা ছেলে আমার বউ এই তিনজন মিলে ছিল সুখী সংসার। মাছ ছাড়া তো ভাতই খেতাম না, একদিন দুপুরে বাড়িতে ফিরে দেখি ছেলেটা কান্না করছে,বউকে বললাম কি হয়েছে?যা বলল তাতে আমার মেজাজ গেল বিগড়ে।ভাতের থালা সরিয়ে রেখে একহাত দিয়ে ছেলেকে ধরে বললাম যতক্ষন না মাছ আনতে পারছি, ততক্ষন ভাত্ই খাব না।চৈত্র মাসের দিনরে ভাই বাড়ি থেকে প্রায় ২ ক্রোশ দুরে গড়াই নদী,তারপরও মাইলের পর মাইল চর পড়ে আছে। হাটতে হাটতে মুতা চাপে গেল। বিশ্বাস করবেন নারে ভাই মুতির স্রোতে ঝাঁকে ঝাঁকে কৈ মাছ উঠে আসছে..........................।
বিঃদ্রঃ অনিচ্ছাকৃত খারাপ ভাষা প্রয়োগ করার জন্য দুঃখিত।একটু সামলে নিয়েন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।