আমাদের কথা খুঁজে নিন

   

আষাঢ়ে ছড়া

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

আষাঢ়ে ছড়া বলতে পারো সাতসকালে, আকাশটাকে কে কাঁদালে? বৃষ্টি কেন অমন করে, ঝরছে রাগে মুশলধারে। অফিস যাবো পাইনা গাড়ী, কপালে আছে বসের ঝারি; বুঝবে কী আর ঐ বেকুবে, এমন করে বৃষ্টি হবে! কাজের বুয়ার মোবাইল নেই, কি করে যে খবর দেই; নাস্তা খাওয়ার উপায় খুঁজি, শুকনো রুটি সেটাই পুঁজি। মুখে পুড়ে ঢোক গিলি তাই, চা’ও খাবার উপায় নাই; মাসের শেষ দুধ-চিনি নাই, বউকে বলে লজ্জা পাই। ছাতা মাথায় বাইরে যাই, রিক্সা-বাসের খবর নাই; সিএনজি ধরার সাহস নাই, মলম পার্টির বিশ্বাস নাই। আকাশ কাঁপে মেঘের ডাকে, দুষছি নিজের ভাগ্যটাকে; এই বিপদে আল্লাহ্ ভরসা, আকাশটা যদি হয় ফর্সা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।