আমাদের কথা খুঁজে নিন

   

আষাঢ়ে গ‌ল্প

দ্য ইনভিজিবল

আমরা আমাদের মাথার উপরে যে বিশাল নীল আসমানটা দেখি এটা একসময় ঠিক মানুষের মাথার লাগোয়া ছিলো ।মানুষ হাঁটাচলা করার সময় আসমানের সাথে অনেকে ঢূস খেত।এমনকি সাদা কাপড়ে নীল দেয়ার জন্য সবাই আকাশ থেকে নীল পেড়ে নিত।একদিন হলো কী,এক দজ্জাল মহিলা স্বামীর সাথে খুব ঝগড়া করলো।তারপর উঠান ঝাড়ু দিতে গিয়ে বারবার খালি আসমানের সাথে মাথায় ঢুস খেতে লাগলো।এতে মহিলার এত রাগ হলো যে আকাশটাকে আচ্ছামত ঝাড়ুপেটা করল।আর আকাশ অপমানিত হয়ে এত উপরে উঠে গেল যে এখন আর আমরা ঐ নীল আকাশটার নাগাল পাইনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।