আমাদের কথা খুঁজে নিন

   

একটি নতুন সংস্কৃতিঃ প্রতিবেশির যন্ত্রনা

বড়লোক কোন বিত্তশালী লোকেরপরিচয় নয়, বড়লোক হচ্ছে বড় মনের লোক আর বিত্তশালী লোক হচ্ছে ধনীলোক মাঝে মাঝেই আমার পাশের পাঁচতলা বাড়ির ছাদে ভাড়া করা সাউন্ড সিস্টেমে ফুল ভলিউমে গানের আসর বসে। হিন্দি বাংলা,ইংরেজি কি নেই। যারা গান গায় তাদের কন্ঠও তেমন একটা সুবিধার না। এক জগাখিচুড়ি আবস্থা। চলে রাত ৩টা পর্যন্ত।

কি উপলক্ষ ? ভাতিজির জন্মদিন মেয়ের জামাইয়ের জন্মদিন মেয়ের জন্মদিন ভাগিনার জন্মদিন আমুকের গায়ে হলুদ তমুকের বিয়ে আরো কত উপলক্ষ। এদিকে আমাদের ঘুমের বারটা বেজে চলেছে। একজন ফুর্তি করবে ঝামেলা পোহাবে আরেকজন!!!!!!! ছোট বেলায় আমাদের এলাকায় (গ্রামে) অশিক্ষিত ভ্যানওয়ালা-রিক্সাওয়ালাদের দেখতাম তাদের কোন অনুষ্ঠানে মাইক বাজাতে। আমার মনে হয় এদের মানুষিকতা ওদের উর্ধে নয়। তারা চিন্তাও করেনা পাশেই কোন বাসায় অসুস্থ মানুষ থাকতে পারে।

সারা দিন পরিশ্রম করে আসা কোনো মানুষ একটু শান্তির আশায় শুয়েও থাকতে পারে। এদের জ্বালায় শান্তি খুঁজে পাওয়া যায় না। সরকারের কি কিছু করার নাই???????????? এধরনের অনুষ্ঠানতো সন্ধ্যায়ও হতে পারে। শুধু শুধু মানুষের ঘুম নষ্ট করা কেন। কারো যদি এধরনের অনুষ্ঠান করার ইচ্ছা থাকে তাহলে বলব, দয়া করে আপনাদের অনুষ্ঠান রাত ১১টার মধ্যে শেষ করুন।

আপনার প্রতিবেশিকে একটু শান্তিতে থাকতে দিন। এটা আমাদের সংস্কৃতি নয়। কাউকে শান্তি দিতে না পারেন কষ্ট দিয়েন না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.