আমাদের কথা খুঁজে নিন

   

অনলি টু ইন এইটটিন

১৮ দল: মূলত দুই দল জোট সম্প্রসারণের নামে রাতারাতি দল বানিয়ে দলছুট কিছূ বিএনপির লোকজনসহ তৈরি হয়েছে ১৮ দল। মূলত খালেদা জিয়ার জোটে কখনই দল খুঁজে পাওয়া যায়না। এরশাদ বিরোধী আন্দোলনে ১৩ দলের বিপরীতে ৮ ও ৫ দলের বিপরীতে ৭ দল গঠন করেছিলেন খালেদা জিয়া। তখন জামাত ও ছিল না। ৭ দলের বাকি ৬ টা দল কি ছিল খালেদা জিয়ার জানা নেই।

৯১ সালে যখন সরকার গঠন করলেন তখন এসব দলের কথা তার মনেই ওঠেনি। এবার ১৮ দল বানিয়েছেন। জনগণ চেনে জামাতকে। এছাড়া আছে ফজলুল হক আমেনীর মাদ্রাসা কেন্দ্রীক একটি সাম্প্র্রদায়িক দল । আর দল কোথায়? হ্যাঁ গোনার সুবিধার জন্য বলা যায় কর্ণেল অলির এলডিপি, অবশ্যই দল ছুুট বিএনপি এবং সংগঠন শুধু চট্টগ্রামের দুটি উপজেলায়।

জেনারেল ইব্রাহিমের কলাণ পার্টি মহাসচিবও নেই এমন একটি দলের তিনি চেয়ারম্যান, হাটহাজারীতে ২০-৩০ জন এই দলের সাথে আছে, আগে তারা বিএনপিতে ছিল। শফিউল আলম প্রধানের জাগপা। গোল আলুর মতো তরকারী পার্টি। গত নির্বাচণে বিএনপির প্রার্থী ছিলেন দিনাজপুরে। তার আগে জাতীয় পার্টিতে লাঙ্গল মার্কা ছিলেন।

একেক সময় একক দলে ঢুকেন। আর জোট হলে কোথাও জাগপার চেয়ারম্যান হয়ে যান। তার স্ত্রী থাকেন মহাসচিব। পিপিপির চেয়ারম্যান শেখ মওকত হোসেন নিলু, বিএনপির থেকে বেরিয়ে নাম সর্বস্ব এই দলের প্রতিষ্ঠাতা তিনি। এছাড়া ৭ টি ভাসানী ন্যাপের এক ভগ্নাংশ,যার পুরো কোন কমিটিও নেই।

আছে লেবার পার্টি নামে একটা দল। এই দলে মোস্তাফিজ নামে একজন লোক আছে দেখা যায়। বাকী দলগুলোর নাম ও ঠিকমত জানা যায় না। বিএনপির পয়সা দিয়েই এরা চলে। জাতীয় পার্টি থেকে বেরিয়ে যাওয়া বিজেপির দুই খন্ডিত অংশ অবশ্য আছে।

তবে ১৮ দলের বাকী দলগুলো মেমোরিতে রাখার মতোও নয়। অতএব এসব দল গুলোকে নিয়ে আওয়ামীলীগ মাথা ঘামায় না কারণ এরা শুধু নাম সর্বস্ব কামে কিছু নাই। আর এসব দলগুলো শিমুল গাছের তুলার মত একটু বাতাস হলেই আকাশে উড়তে থাকবে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.