আমাদের কথা খুঁজে নিন

   

অনলি ফর ADULTS

কল্পনার জগতে ভাসতে চাই, তবে হারাতে না............ ONLY FOR ADULTS যারা ভোট দিয়েছেন গতবার, কিংবা যারা ভোটার হয়েছেন, আপনারা চিনে নিন, কাকে কাকে পাঠিয়েছিলেন। ভোট দেওয়ার আগে নিশ্চয় তাদের মধুর বাণীতে গলে গিয়েছিলেন। তাদের কিছু নির্বাচিত বচন সমগ্র: সম্মানিত(!) সংসদ সদস্য প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেন, ‘তিনি মইন উ আহমেদের কোল ছাড়া আর কোথায় কোথায় বসেছেন, তা তদন্ত করে দেখতে হবে। ’ স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে বলেছেন, ‘টেলিভিশনে তাঁর বিশ্রী হাসি দেখে ভয়ে মানুষ টেলিভিশন বন্ধ করে দেয়। ’ আইন প্রতিমন্ত্রী সম্পর্কে বলতে গিয়ে সাংসদ বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে তাঁর কাপড়চোপড় খুলে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে।

’ ভারতের সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বাংলাদেশিদের নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে দুইজন মন্ত্রীর লুঙ্গি তুলে ভারতের মহিলা পুলিশ দিয়ে পেটানো হবে। ’ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আসিফা আশরাফি বলেন, ‘১৯৮৬ সালে এরশাদের কোলে বসেছিলেন, লং ড্রাইভে গিয়েছেন। গোলাম আযমের কোলে বসে ছিয়ানব্বইয়ে ক্ষমতায় গিয়েছেন। সর্বশেষ মইন উদ্দিন-ফখরুদ্দীনের কোলে বসে ক্ষমতা দখল করেছেন। যৌবনে আর কার কার কোলে বসেছেন? মতিউর রহমান রিন্টুর বইয়ে পড়েছি, কোন বেয়াইয়ের কোলে আপনার বসার দৃশ্য দেখে চাকর আত্মহত্যা করেছে।

’ আসিফা আশরাফি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির আগের দিনে দেওয়া বক্তব্যের দিকে ইঙ্গিত করে বলেন, ‘যারা নিষিদ্ধ পল্লির সদস্য, তাঁরাই নিষিদ্ধ পল্লির ভাষা বলতে পারে। ’ সরকারি দলের শাহরিয়ার আলম বলেন, ‘গত রোববার বিরোধী দলের একজন নারী সাংসদ সরকারি দলের একজন সাংসদের কাপড় খুলতে চেয়েছেন। একজন নারী কখন একজন সক্ষম পুরুষের কাপড় খুলতে চান, তা সবাই জানে। ’ ...... সবকিছু পত্রিকা থেকে নেওয়া। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.