আমাদের কথা খুঁজে নিন

   

একটি গোপন ষড়যন্ত্রের প্রেক্ষাপট ।

মানবতার জয় হোক!! রাত যত নষ্টের মূল। সেই প্রাচীন কাল থেকেই যত সব ষড়যন্ত্র সংঘটিত হয়ে আসছে, তা সবই হয়েছে রাতের আঁধারেই। আমাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। একজন কোমলমতি যুবতী এবং এক তরুণ প্রেমিক কবির নিশি রাতের কথোপকথন ষড়যন্ত্রের চেয়ে কোন অংশেই কম নয়। সেই ষড়যন্ত্রের জালে আটকা পড়েছিলাম আমরা দু জন।

রাতের আঁধারে প্রেমিক কবির প্রেম নিবেদন, ষড়যন্ত্রের চেয়ে কম কি?! হয়তো সেই ষড়যন্ত্রের জালে আটকা পড়ে মনের অজান্তেই প্রকাশ পেয়েছিল আমার নির্বোধ হৃদয়ের দুর্বলতা। কিন্তু বিশ্বাস কর! সেই ষড়যন্ত্রের সমাপ্তি ঘটেছিল ভোরের সূর্যের প্রথম আভার সাথে সাথেই। রাতের আঁধারে নিজের নির্বোধ চিত্তের মাতালপ্রলাপ ভোরের সূর্যের কাছে বিরক্তির বর্হিঃপ্রকাশ হয়ে দাঁড়ালো। কি অদ্ভুত! রাতের আমি আর দিনের আমি, এ দুইয়ের মাঝে কত বিস্তর ফারাক! বিশ্বাস না হলেও বিশ্বাস করে দেখতে পারো, হৃদয়ের সেই রক্তক্ষরণ আজ আর নেই, দগদগে ঘা যা ছিল,আজ তা নিমেষেই শুকিয়ে গেছে। সেই ঘা এর দাগ ও মিলিয়ে গেছে প্রায়।

কিন্তু যা শুকায় নি,তা হলো আমার ওষ্ঠাধরে অঙ্কিত প্রথম চুমুর ক্ষত। স্মৃতির ডাল পালা সব শুকিয়ে মরে গেছে, আর একটি চুমু সেই মৃত ডাল পালাকে চাঙা করে বিশাল মহীরুহে পরিণত করতে এক মুহূর্তও সময় নেবে না! এতে কি লাভ কবি, আমার কষ্ট বাড়বে বই,কমবে না। তাই আঁধার রাতের সেই ষড়যন্ত্রের আহবানে আমি সাড়া দেবো না। যে ষড়যন্ত্র ধূলিস্যাত করেই দিয়েছি, নতুন করে তার পটভূমি রচনা করে দ্বিতীয় কোন পলাশীর যুদ্ধ সংগঠিত হতে দেবো না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.