কিছুদিন আগে আমি আর আমার স্ত্রী গিয়েছিলাম কক্সবাজার এ। খুব বৃষ্টি পেলাম, অবশ্য এটাই স্বাভাবিক-বর্ষাতে বৃষ্টি তো থাকবেই। একটু ইনানীও গেলাম ঘুরতে। যাওয়ার পথে দেখলাম কিছু জেলে নৌকা কেবলমাত্র তীরে আসল, ভাবলাম এদের থেকে একটু মাছ কিনলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ- ইজি বাইক (আস্তে আস্তে যেতে হলে ইজি বাইক খুব চমৎকার, চালকরাও খুব ইজি- যেখানে যখন খুশি যতক্ষন খুশী থামা যায়) থামিয়ে চলে গেলাম নৌকাগুলোর কাছে।
দেখলাম ছোট ইলিশ মাছ এর বাচ্চার মতো দেখতে অসংখ্য মাছ- নাম জিজ্ঞেস করতে বলল- “চাপিলা”। বাজারে একধরণের ছোট চাপিলা পাওয়া যায়-এগুলো তার থেকে বড়। আমাদের কথা বলা দেখে ওরাও খুব মজা পাচ্ছিল। আর আমার স্বভাব হল কোথাও গেলে এরকম স্থানীয় লোকদের সাথে কথা বলা, এতে ঐ জায়গা স্বম্বন্ধে অনেক কিছু জানা যায়।
এক সময় ওদের মধ্যে নেতা গোছের একজন এসে ব ল ল, এই মাছ ধ রতে হয় একদ ম সূর্যোদয় এর সময়।
তাই ওরা প্রতিদিন রাত ৩ টায় চলে যায় মাছ ধরতে ( সাগরের ভিতর প্রায় আড়াই ঘন্টা নৌকা চালাতে হয়, তার মানে অনেক ভিতরে ), ঠিক সূর্যোদয় এর সময় এই মাছ বেশ উপরে উঠে আসে, তখন মাছগুলো ধরতে হয়। সমুদ্র অশান্ত থাকলেও যেতে হয় অনেক স ময়। মোবাইলে যোগাযোগ থাকে ডাংগার সাথে। অনেক সময় অনেক গভীরে পাওয়া যায় না নেটওয়ার্ক। লোকগুলোর প্রত্যয়ী চোখগুলো বলে দিচ্ছিল, প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকা ওদের প্রাত্যহিক জীবন।
[img|http://media.somewhereinblog.net/images/thumbs/skimranaziz_1343711858_1-IMAG0737.jpg
জাল থেকে মাছ ছাড়াচ্ছে জ়েলেরা
মাত্র ৯০ টাকা দিয়ে ১ কেজি মাছ কিনলাম, এই মাছ ঢাকার বাজারে কম করে হলেও ২০০ টাকা। আমরা যে মাছ মজা করে খাই, সেই মাছগুলো কত কষ্ট করে ধরে এই গরীব মানুষেরা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।