স্থানিক আর লৌকিক ভাববাদী কবি
আমি সমুদ্রের কোলের উপর মুখ রেখেছিলাম
এ ছাড়া আমার কোন উপায় ছিলো না
সত্তার নাড়ীর মধ্যে জাগরিত অন-হীন তরঙ্গ দুর্বার
পৃথিবীর সব জল এসে মিলে মিশে নুন হয়ে পড়ে
সব স্মৃতি- সুখ- দুরন্ত - কামনা
সমুদ্রের ফেনার সাথে লেগে থাকে তার হাসি
জোয়ারের অগ্রভাগে জেগে থাকে তার চোখ
আমি সমুদ্রের কাছে যেতে চাই
আমি তার কাছে যেতে চাই
সমুদ্রের চোখের সাথে চোখ
অন-হীন ফেনার সাথে তরঙ্গ উল্লাস
তার বাহু ও কোলের ভঙ্গি
সমুদ্রের শান- কথকতা- বিন্তৃত, বিপুল
এবং তা ঘোর বর্ষায় রাত্রিকালে ফুঁসে উঠতে পারে,
আমি তার উত্তুঙ্গ ঊর্মিদোলায়
অভীপ্সার ডিঙ্গি ভাসাতে চাই
সমুদ্রের বুকের উপর অনর্গল আছড়ে পড়তে থেকে
আমি লোনা হতে চাই
পৃথিবীর সব জল সমুদ্রের দিকে আসে
আমি তার কাছে যেতে চাই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।