স্থানিক আর লৌকিক ভাববাদী কবি
পূর্বভাগ
সমুদ্র তো উজ্জয়িনী করে
নীল করে
হৃদয়কে পরিপূর্ণ করে
ভৈরবী রাগে দৃষ্টি ও বাতাস রচনা করে
সূর্যকে ধারণ করে
উদার ও বিস্তারিত করে।
সমুদ্র তো
সীমাহীন সমর্পিত হয়
আদর বোলায়, প্রসন্ন সন্ধ্যায়
সহস্র রূপকথা হয়ে অবিশ্রাম চলে আসে
আলোকের প্রচ্ছায়ায় খুলে দেয় মানবী কপাট
স্বর্গের বাতাস আসে
সমুদ্র জানালা পথে
অনর্গল প্রবল প্রবল-
জলীয় ঝাপটায় মেলে ধরে
মানুষকে তার প্রেমাস্পদের কাছে
দিগ্বিদিক-সীমানা বিহীন
উত্তরভাগ
প্রেমিক-প্রেমিকা ছাড়া
সংবেদন তন্ত্র-মন্ত্র ছাড়া
গতি ছাড়া, দৃশ্য ছাড়া
দেহ ছাড়া
কামার্ত মদ্যপ ছাড়া
জীবন বা নিরঙ্কুশ মৃত্যু ছাড়া
সমুদ্র আর কিছুই বোঝে না।
সমুদ্র তাঁতবোনা, চন্দন গন্ধমাখা ফর্সা রোদের সব পাহাড়ি তরুণী- দো-চুয়ানী
তাদের চুলের গন্ধ, থামি ও কাঁচুলি, নিতম্ব-চিবুক, সরল দৃষ্টি পথের
কচিপাতা পাতলা অধর
সমুদ্র সঙ্গমে মাতা
অনন্তের ওমর খৈয়াম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।