পাখি উড়ে গেছে,,,...
সামুদ্রিক অশ্ব বা ঘোড়া এক ধরনের নোনা জলের মাছ। যার বৈজ্ঞানিক নাম Hippocampus kuda। সিগনাথাইডে গোস্ঠীর অন্তর্ভুক্ত এরা । এদের সামুদ্রিক অশ্ব বলার কারন হচ্ছে এদের মাথাটা দেখতে ঘোড়ার মাথার মত। শক্ত ও উচু নিচু পটটি দিয়ে এদের দেহ আবৃত থাকে।
এদের লেজ দেখতে অনেকটা সাপের মত। সমুদ্রের উপকূলের দিকে অগভির জলে এদর বসবাস। এদের একটি বৈশিস্ট হচ্ছে এরা সামুদ্রিক শেওলার মাঝে সাধারনত নিজেদের কে লুকিয়ে রাখে। অন্য সকল মাছের তুলনা এদের আচার আচরন একটু ভিন্ন।
পৃথিবীতে প্রায় ৫০ প্রজাতির সামুদ্রিক অশ্ব আছে।
তার মধ্যে পাচঁ প্রজাতির অশ্বর বসবাস উত্তর আমেরিকায়। দৈর্ঘ্যে প্রায় ২.৫ সে মি. থেকে ৩০.৫ সে মি পর্যন্ত লম্বা হয়। মা-ক্যাঙ্গারুর মত পুরুষ শ্রেনীর অশ্বের পেটের নিচে থলি থাকে এবং স্ত্রী-অশ্বরা ঐ থলিতে ডিম পাড়ে। এবং ডিম গুলো এ থলিতেই বড় হয়। ডিম ফুটে বাচ্চা বেরোতে প্রায় ৪৫ দিন সময় লাগে।
এরা শরীরকে উলম্ব অবস্থায় রেখে মাথাকে সম্মুখের দিকে করে সাতার কাটে । গ্রীষ্ম কালেই শুধু এদের দেখা মেলে। তবে অন্যান্য মাছেরা নাকি এদের খেতে পছন্দ করে না। তাই সামুদ্রিক অশ্বের শত্রুর ভয় নাই
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।