খোকনের আজ কি হয়েছে
খোকন জানে না ।
বাবা মায়ের ঝগড়া ঝাটি
মনতো মানে না।
বাবা মায়ের সময় কাটে
অফিসে আর বাইরে ।
খোকনের কোন খবর নেওয়ার
তাদের সময় নাইরে।
যখন তারা বাসায় থাকেন
শুরু হয় দ্বন্দ ।
খোকনের কথা বলা
তাদের সাথে বন্ধ।
খোকন এখন বসে আছে
একা একা বাসায় ।
বন্দী না হয়েও সে
বন্দী এখন খাঁচায়।
খোকন চায় একটু হাসি
বাবা মায়ের মুখে ।
ঝগড়া নয় দ্বন্দ নয়
থাকুক তারা সুখে।
ভালবাসার দিনে তাই
রইল একটি অনুরোধ ।
আজ থেকে বন্ধ হোক ঝগড়া ঝাটি
বন্ধ হোক বীরোধ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।