কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।
আমার বুকে আছে প্রেম মনে আছে আশা,
তবুও শূন্য খাঁ খাঁ করে মোর বাসা।
মা-বাবা ভাই-বোন আছেতো সবই,
এখন সুন্দরী প্রেমিকা দরকার খুবই।
তপ্ত হৃদয়ে আমার উত্তপ্ত বালি,
সেই হৃদয়ে প্রেমিকার পদটা খালি।
প্রেমিকাকে পরবর্তিতে দেওয়া হবে বৌয়ের মর্যাদা,
বন্ধুরা বলে এখনো তোর প্রেমিকা নাই ক্যান গাধা?
কারো কথায় আর দিবো না কান বলুক পাছে লোক,
প্রেমিকা আমার চাই-ই-চাই সে যে করেই হোক।
এ ব্যাপারে যে কারো সাথেই করতে পারি সখ্যতা,
এবার দেখা যাক এই পদের জন্য কি থাকবে যোগ্যতা।
প্রেমিকাকে হতে হবে মিষ্টভাষী,
সর্বদাই মুখে থাকবে হাসি।
চেহারা যদি হয় বাংলার পাঁচ,
ভুলেও যাবনা আমি তার কাছ।
পরপুরুষের দিকে তার থাকবেনা চোখ,
ফর্সা কালো তা সে যাই হোক।
তাই বলে হবে না সে মোটা,
কথায় কথায় দিবে না খোটা।
লাইলীর মত সে করবে আমায় পেয়ার,
পার্বতীর মত করবে কেয়ার।
মিস্কল দিবে না দিবে ফোন,
সেই মেয়েকেই দিব এই মন।
তোরা এমন প্রেমিকা এনে দে আমায় খুঁজি,
ডেটিং এ আগ্রহী যার চাইনিজে থাকবে না রুচি।
আর যাদের প্রেমিক আছে বর্তমান,
পার্ট টাইম প্রেম করতে পারেন যদি চান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।