সুখ চাহি নাই মহারাজ—জয়! জয় চেয়েছিনু, জয়ী আমি আজ। ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা কুরুপতি! দীপ্তজ্বালা অগ্নিঢালা সুধা জয়রস, ঈর্ষাসিন্ধুমন্থনসঞ্জাত,সদ্য করিয়াছি পান—সুখী নহি তাত, অদ্য আমি জয়ী।
যে আমার প্রেমিকা হবে তার স্তনে বাঘনখর রেখা
যে পাখি গান গায় সে কখনও সম্মুখে আসে না
অযোনিসম্ভুত যে, তার চিঠি, সে চিঠির ভাষা
প্রত্যাশার অধিক নীল, নীলের অধিক সংহার
যে আমার প্রেমিকা হবে তার স্তনে লুকনো অর্গান
ছুঁলেই উঠবে বেজে সবকটা রীড, যেন চারুমন্ত্র জানে
এত জন্ম ক্ষয় ক’রে যে আমি চেয়েছি সামান্য উদ্যান
ঝরার পর জেগে উঠবে সব ফুল পুনরুত্থানে
যে আমার প্রেমিকা হবে নিবিবন্ধে তার বৃষ্টি-মেঘ
আমাকে ভিজিয়ে দেয়, আমি তার ঠিকানা জানি না
অথচ তাকেই খুঁজি, চেনামুখ যে মত বাড়ায় উদ্বেগ
দেখা হলে জিজ্ঞাসা করি, সে আমার প্রেমিকা হবে কি না?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।