আমাদের কথা খুঁজে নিন

   

কেউ আমার প্রেমিকা না



অব্যক্ত সব কথাগুলো খুলে বলার বাসনায় মন আমর উচাটন হয়ে থাকতো। কাউকে না পেয়ে কখনো বাক্সবন্দি গানওয়ালাদের কাছে হাত বাড়াতাম। এমন করেই পাহাড়ি গানগুলো কেন যেন আমার খুব ভালো লেগে যায়। এই ঢঙের গান যখনই শুনি আমি স্থির হয়ে থাকি। আমার কানে ভেসে আসে পাহাড়ের ওপরের কোন দূর গাঁয়ের সুমুধুর আপন সুর।

কি এক ব্যঞ্জনা যেন থাকে সেই সুরে। রবীগুরুর ক্যামেলিয়া’য় পড়েছিলাম, চুলে গোঁজা বুনো ক্যামেলিয়া ফুল কোন এক পাহাড়ি সাঁওতালের কুচকুচে কালো শরীরের ওপর আলোর আভা ছড়াচ্ছিল। আমি সেই সাঁওতাল মেয়ের প্রেমে পড়েছিলাম। পাহাড়ের চড়াই উৎড়াই পেরিয়ে সে উন্মাদ প্রানবন্ত বিচরন করে সারা পাহাড়ময়। কিন্তু এখনও সেই সাঁওতালির সঙ্গে আমার দেখা হয়নি।

আমার প্রেম আজও পাহাড়ি গানের সুরে সুরে ভেসে বেড়ায়, কবে পাব তার দেখা। আমার আরেক ভালো লাগা ভারতী। বিপ্লবী আর প্রেমময়ী। প্রেমিককে সত্য আর শান্তির দীক্ষা দেওয়ার ইচ্ছে ছিল তার। ভীতু প্রেমিকপ্রবরের জন্য ছিল তার আকুলতা।

অন্যদিকে দেশ আর দেশের মানুষের মুক্তির জন্য বিপ্লবেও ছিল তার দ্বিগুন উৎসাহ। আমিওতো ঠিক এমন মেয়েকেই খুঁজি। যে দেশকে সামনে রেখে আমাকে তার পথে টানবে। এমন অসাধারন মানব চরিত্র কাছে পাওয়া পথের দাবি ছেড়ে আমার মনের দাবিতে পরিনত হয়। কিন্তু সব দাবিতো আর পূরন হয়না।

শরৎবাবুর হয়ত কোনও ইচ্ছে ছিলনা আমার সাথে তার মিলন ঘটাক। যদি সত্যি সত্যি কোন প্রেমিকা থাকতো তবে আমি তার নাম দিতাম নন্দীতা আর আমার নাম পাল্টে শুভঙ্কর। কি অদ্ভুত নিদারুন কথোপকথন হতো আমাদের । যেদিন থেকে নন্দীতার সাথে আমার পরচিয় সেদিন থেকেই আমি তার প্রেমে মশগুল। কল্পনায় আমি তার প্রেমিক আর সে আমার প্রেমিকা।

কি নিদারুন উষ্ণ অনুভূতি। খুনসুটি, ভালোলাগা, কাছে আসা, রাগ অভিমান, সমাজ, বাস্তবতা সব সব নিয়ে চলতো আমাদের স্বপ্নযাত্রা| পূর্নেন্দ পত্রী আমার প্রেমিকাকে আমার হতে দেয়নি। সেই ক্ষোভে হয়তো তার কথোপকথন পাল্টে ফেলতাম। সেই জায়গায় নতুন কথা হতো। নতুন নতুন ধারনার জন্ম হতো আমার আর একান্তই আমার নন্দীতার ।

কথায় কথায় রাত ভোর হতো, ভোর পেরিয়ে হয়তো সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে আবার ভোর , আবার রাত। চলতো এইভাবে সব দিনরাত। স্বপ্নের ফুলঝুড়ি ছুটতে ছুটতে পেরিয়ে যেতাম সকল সীমানা। কিন্তু এরা কেউ আমার প্রেমিকা হলোনা। বনলতা সেনের চুলে সেই কবে থেকে পাগল।

তার চুল আমায় মুগ্ধ করে। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। সেই চুল ওলা রমনীকে খুঁজি আমি পতে পথে। কতজন দেখি আর পাগল হই। এদর কাউকে বলা হলো না আমার মনের কথা।

তবে কি কেউ আমার প্রেমিকা হবে না ? বুঝলাম সত্যিকার অর্থে আমার জন্য এটাই সত্য, অনেকেই আমার প্রেমিকা কিন্তু কেউ আমার প্রেমিকা না। void(0);

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।