আমাদের কথা খুঁজে নিন

   

মরণের ঘাটি!

আসুন,সরকারী কর্মচারীদের ঘুষগ্রহণসহ সকল দুর্নীতিবন্ধে সর্বাত্মক সহায়তা করি। কারন সরকারি কর্মচারীরা দেশপরিচালনার হাতিয়ার। তারা যদি না হয় দক্ষ ও সততার অধিকারী, আর্থ-সামাজিক উন্নয়ন এবং বাংণাদেশকে কল্যাণরাষ্ট্রে পরিণত করার কাজটি হবে সুদূরপরাহত। শকুনের দাপটে আজ কেঁপে যায় মাটি রোরূদ্যমান পৃথিবী যন্ত্রণাকাতর জগতটা যেনো তাই মরণের ঘাটি! শকুনের দাপটে কেঁপে যায় মাটি।। নির্বাসনে চলে গেছে মানবতাবোধ চারদিকে ভাঙচূর নেই প্রতিরোধ; চৌদিকে যমদূত করে হাঁটাহাঁটি জগতটা যেনো আজ মরণের ঘাটি।। অশান্ত শকুন ওড়ে মাথার ওপর হিংস্র নখরে কাঁপে কোমল অন্তর! সাজানো সংসারও আর নেই পরিপাটি? শকুনের দাপটে আজ কেঁপে যায় মাটি।। বিবেক কি মরে গেছে, কঙ্কালসার-- মানবতা কেঁদে যাবে কতকাল আর!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.