আমাদের কথা খুঁজে নিন

   

আমার মরণের পর

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। ওগো প্রিয়া,শুনবে যেদিন মোর মরণ খবর তুমি।

জানি,তখন কাঁদবে তুমি মাটির সাথে গড়া-গড়ি করি। জানি,খুঁজবে সেদিন মোরে হারানোর ব্যাথায় ডুবে। জানি,বুঝবে তুমি সেদিন মোরে বুঝবে, আমায় হারানোর ব্যাথায় তখন তুমি আমায় খুঁজবে। ওগো প্রিয়া,কত কথা বলি মোরা রাত জাগি, কত রাত চলি মোরা ভালবাসার হাত ধরি, কত গান গাই মোরা ভালবাসার পথচলি , সে সবই হবে তখন তুমার ব্যাথার সৃতি। জানি,বুঝবে তুমি সেদিন মোরে বুঝবে, আমায় হারানোর ব্যাথায় তখন তুমি আমায় খুঁজবে।

জানি,তখন কাঁদবে তুমি মাটির সাথে গড়া-গড়ি করি। ওগো প্রিয়া,সেদিন তুমি যেদিকে চোখ ফিরাবে দেখবে শুধু আমায়, আমার বিরহে বুক ভাসাবে অশ্রু-জলে তুমার। জানি,বুঝবে তুমি সেদিন মোরে বুঝবে, আমায় হারানোর ব্যাথায় তখন তুমি আমায় খুঁজবে। জানি,তখন কাঁদবে তুমি মাটির সাথে গড়া-গড়ি করি। ওগো প্রিয়া,যে ঘরে আছি মোরা সেই ঘর সেইদিন হবে নরক তুমার, শুধুই সুখ পাবে তুমি সৃতির মাঝে আমার।

জানি,বুঝবে তুমি সেদিন মোরে বুঝবে, আমায় হারানোর ব্যাথায় তখন তুমি আমায় খুঁজবে। জানি,তখন কাঁদবে তুমি মাটির সাথে গড়া-গড়ি করি। ওগো প্রিয়া,ভোরের শিশির কণার মত স্বচ্ছ মোদের দুটি জীবন, সূর্যের আলোর মত উজ্জল মোদের ভালবাসা, পূর্ণীমার জ্যোসনার মত খাঁ-খাঁ করে মোদের দুটি মন একজন-অপরজনকে পাবার আশায়। সে সবই তখন পরবে তুমার মনে। জানি,বুঝবে তুমি সেদিন মোরে বুঝবে আমায় হারানোর ব্যাথায় তখন তুমি আমায় খুঁজবে।

জানি,তখন কাঁদবে তুমি মাটির সাথে গড়া-গড়ি করি। ওগো প্রিয়া,বৃষ্টির দিনে ভালবাসা জাগে প্রবল মোদের প্রাণে, তব,ভালবাসি মোদের,মোরা নদীর পানি থৈ-থৈ করি। সে সবই তখন পরবে তুমার মনে। জানি,বুঝবে তুমি সেদিন মোরে বুঝবে আমায় হারানোর ব্যাথায় তখন তুমি আমায় খুঁজবে। জানি,তখন কাঁদবে তুমি মাটির সাথে গড়া-গড়ি করি।

ওগো প্রিয়া,কত ভূল আছে তুমার মন ঘীরে, তার ক্ষমা চায়তে তুমি আসবে মোর কবর পাশে, তব,তুমি বুক ভাসিয়ে চোখের জলে বলবে, ওগো প্রিয়তম,ক্ষমা করো মোরে, জানি,বুঝবে তুমি সেদিন মোরে বুঝবে, আমায় হারানোর ব্যাথায় তখন তুমি আমায় খুঁজবে। জানি,তখন কাঁদবে তুমি মাটির সাথে গড়া-গড়ি করি। ওগো প্রিয়া,আমি বিহনে পম্মা,মেঘনা,যমুনা নদী বয়বে তুমার আঁখিজোগলে। তখন তুমি সুখের মাঝে খুঁজবে আমায়,দুখের মাঝেও খুঁজবে, তখন আমার কাছে আসতে তুমি মৃত্যু কামনা করবে। জানি,বুঝবে তুমি সেদিন মোরে বুঝবে, আমায় হারানোর ব্যাথায় তখন তুমি আমায় খুঁজবে।

জানি,তখন কাঁদবে তুমি মাটির সাথে গড়া-গড়ি করি। ওগো প্রিয়া,গাঁয়ের দুই কুলের মোরা দুটি প্রাণ প্রেমের বাধনে বাধি দম্পত্তি,চলি স্বর্গে। হঠাৎ কালবৈশাখী ঝড় স্বর্গচ্যোত করে মোরে, তখন থেকে জ্বলি আমি নরকে,বাসকরি ওপারে। সে সবই তখন পরবে তুমার মনে। জানি,বুঝবে তুমি সেদিন মোরে বুঝবে, আমায় হারানোর ব্যাথায় তখন তুমি আমায় খুঁজবে।

জানি,তখন কাঁদবে তুমি মাটির সাথে গড়া-গড়ি করি। ওগো প্রিয়া,দিনের আলো যায়,আসে রাতের অন্ধকার, তব,এক প্রাণ হই মোরা দুটি প্রাণ এক খাটেতে। সে সবই তখন পরবে তুমার মনে। জানি,বুঝবে তুমি সেদিন মোরে বুঝবে, আমায় হারানোর ব্যাথায় তখন তুমি আমায় খুঁজবে। জানি,তখন কাঁদবে তুমি মাটির সাথে গড়া-গড়ি করি।

ওগো প্রিয়া,আমায় মনে পরবে তুমার খাবার বেলায়, পানি পান করিতে,তুমার প্রতি শ্বাস-প্রশ্বাসে, গভীর রাত্রে ঘুম ভাঙ্গলে,ভোরের পাখির গানে, বাতাসের সুগন্ধিতে,পথের দ্বারে দুর্বাঘাসের মাঝে, যেদিকে চোখ ফিরাবে সেদিকেই দেখবে শুধু আমায়, সব কিছুর মাঝেই দেখবে আমার ভালবাসা, শুধু তুমি দেখবে না সেদিন আমায় ছায়া। জানি,বুঝবে তুমি সেদিন মোরে বুঝবে, আমায় হারানোর ব্যাথায় তখন তুমি আমায় খুঁজবে। জানি,তখন কাঁদবে তুমি মাটির সাথে গড়া-গড়ি করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.