সুখীমানুষ
আলো-অন্ধকারে
দাড়ায়েছে অভিমানী সমুদ্রের পাড়ে,
দিনে দিনে গেল দিন তবু সমাধাণ তার হইলনা কোনমতে
আজ পৃথিবীর পথে
হেটেছে সে অনেকটা পথ, ধায়িছে সে মরণের ব্রতে।
সমুদ্রের শফেদ ফেনায়
দেহখানা ঢেলে দিবে সে অবলীলায়,
তারাভরা রাতে লিখেছে সে অব্যাক্ত ব্যাথা নক্ষত্রের খতে
দিনে দিনে গেল দিন তবু সমাধাণ তার হইলনা কোনমতে
আজ পৃথিবীর পথে
হেটেছে সে অনেকটা পথ, ধায়িছে সে মরণের ব্রতে।
মনে পড়লো গোমতীরে
পৌষের রাতে হারিয়ে যাওয়া প্রকৃতির ভীরে,
কোন স্মৃতি তারে ফেরাতে পারেনা মৃত্যু হতে
দিনে দিনে গেল দিন তবু সমাধাণ তার হইলনা কোনমতে
আজ পৃথিবীর পথে
হেটেছে সে অনেকটা পথ, ধায়িছে সে মরণের ব্রতে।
তবু অবশেষে
যার জন্য এ ব্রত তার মুখ খানা মনে পড়লো এসে,
তারে পাবার আর একবার চেষ্টার সাধ এলো কোথা হতে?
দিনে দিনে গেল দিন তবু সমাধাণ তার হইলনা কোনমতে
আজ পৃথিবীর পথে
হেটেছে সে অনেকটা পথ, ধায়িছে সে মরণের ব্রতে।
৩১-৮-০৮, ঢাকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।