সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
বেশ ক"দিন ধরে লিখবো লিখবো ভাবছি, কিন্তু কি লিখবো তা ঠিক করতে পারছিলাম না! কিন্তু ভাবি নাই যে আমার পরবর্তি লেখার শিরোনাম হব আমি নিজেই!!!
বিপদ কখনো বলে কয়ে আসে না!! খবরের কাগজে, টিভিতে এতদিন বিভিন্ন দূর্ঘটনার, কিন্তু নিজেই যে এর শিকার হব কখনই ভাবিনি! আজ সকালে গন্তব্যস্থলে যাচ্ছিলাম, বাসটাও কেন জানি একটু রাফ চালাচ্ছিল!! পরপর বেশ কয়টা গাড়িকে ওভারটেক করল, এরপর যেইনা আর একটি ওভারটেক করতে গেল, তখন ডানে ছিল একটা ট্রাক, কিন্তু তখন আর ফেরার আর উপায় ছিল না!! ফল যা হবার তাই, ট্রাকের পিছনের কোণা লেগে বাসের ডানপাশ উধাও>>>>> আমি ছিলাম বামপাশে কিন্তু চূর্ণবিচুর্ণ গ্লাসের আঘাতে আমার কপাল আর হাত কেটে যায়! এক মহিলার ডান হাত ভেংগে গেছে আর এক লোকের পাজর! ওহঃ কি বিভতস, কি রক্ত!!! হ্য়ত আমার হায়াত ছিল বলেই আমি সামান্য আহত হয়েছি, এমনও তো হত আমিও ডান পাশে থাকতাম?? ঐ মহিলা বা ঐ ব্যক্তিকি পারবে এবারের ঈদটা ভালোভাবে পালন করতে??অথচ, এই ঘটনার জন্য দায়ী বাসচালক যে, ঘটনার সময়ই ঝাপ দিয়ে পলায়ান করেছে!!! দেখা যাবে এরা ২দিন হেলপারি করে ৩য় দিন থেকে গাড়ি চালানো শুরু করেছে!! সকল যাত্রীরা আমরা এদের কাছে অসহায়!
আপনাদের সবার প্রতি অনুরোধ ভ্রমনে সাবধান থাকবেন! এই ঈদে আপনার সবার যাত্রা হোক নিরাপদ, এই শুভকামনা রইল!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।