গভীর রাতের বোবা কষ্টটা , বুকের গভীর থেকে উঠে আসে বুকের বেলাভূমিতে । মূক চেয়ে রয় । চোখের দিগন্তে ফুটে ওঠে , এক ফোঁটা কাঁচ গোলাপ । পর মুহূর্তেই ঝরে পরে । সুখস্মৃতি আর ভালবাসার তীব্র বাসনা নিয়ে । বোবা কষ্ট ডুব দেয় , ফিরে আসবে বলে । দীর্ঘশ্বাস আর ভাললাগার গুমরানো কষ্ট , রয়ে যায় সঙ্গী হয়ে । তার পায়ের শব্দ , তার চোখের প্রশ্ন , ধ্বনিত-প্রতিধ্বনিত হয় বারবার ........... আবার........... তার পায়ের শব্দ.........তার চোখের প্রশ্ন......... চোখের প্রশ্ন..................প্রশ্ন.............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।