আমাদের কথা খুঁজে নিন

   

একটি মারাত্মক কচলানি পুষ্ট কেউ প্লিজ মাইন্ড খাইয়েন না ( ব্লগ সমাজে নতুন এথনিক গ্রুপঃ লুতুপুতু ব্লগার )

মুখ বন্ধ আমি যখন সামুতে রেজি করি তখন আমার পরিচিত কিছু ভাই বেরাদার রা বলেছিল সামুতে নাকি অনেক কমুনিটি আছে। প্রথমে বুঝতে পারি নাই । পরে বুঝলাম যখন সামুতে রেগুলার পোস্ট পড়া এবং কমেন্ট করা শুরু করলাম। আবার দেখা মতে সামু তে আছে ১ আস্তিক ২ নাস্তিক ৩ আওয়ামীপন্থী ৪ বিএনপি পন্থী ৫ ছাগু ৬ ছুপা ছাগু ( যাদের লেজ মাঝে মইদ্ধে বাইর হইয়া পরে) ৭ লুলিয় ব্লগার ( আমার ফেভারিট) ৮ কবি ৯ লেখক আরেক টা নতুন গ্রুপ দেখলাম তারা মনে হয় মাত্রই আত্মপ্রকাশ করেছে । এদের এখনো কমুনিটি তৈরি হয় নাই।

তাই বাইওলজিকালি এদের এথনিক গ্রুপ বলা যেতে পারে । এরা হচ্ছে আজকের ব্লগের জান প্রান, আর আমার দুই চক্ষের বিষ " লুতুপুতু ব্লগার"। এখন আন্নেরা কইবেন পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলে আইছে । যাই হোক মূল কথায় আসি । ব্লগে ভাল লেখা পাঠক পড়ছে না, কমেন্ট দিচ্ছে না।

কিন্তু এদের ব্লগে পাঠক আছাড় ,পিছার , লুটি পুটি দিয়া পরতাছে। হিট আর কমেন্টের বন্যা বইয়া যাইতাছে । কিছু উদাহরন দেব দয়া কইরা দেখবেন একজন লুতুপুতু ব্লগার লিখল " আজকে ইলিশ মাছ দিয়া ভাত খাইলাম। খুব মজা লাগল " আবার লিখল " আজকে খেললাম কুত কুত কিন্তু জিততে পারি নাই বড় আপু রা চুরি করছে " আবার লিখল " আইজকা লিখলাম কবিতা " এইবার তার ব্লগে হিট দেখেন ( প্লিজ সমমনা ব্লগার রা মাথা গরম কইরেন না। এটা সত্যি ) এইবার বলবো একজন ব্লগারের কথা।

যিনি একাধারে কবি, লেখক, সাহিত্যবিশারদ । তার ব্লগের অবস্থা গুলা একবার দেখুন । তার ব্লগে হিটের অবস্থা দেখেন । আমি কারো নাম উল্লেখ করলাম না । কিন্তু আইজকাল ব্লগে এই অবস্থাই চলছে।

যারা ভাল ভাল লেহা দিত, হেরা প্রশব করতে করতে বন্ধ্যা হইয়া গেছে মনে হয় তাই ভাল লেহার পরিমান দিনে দিনে কইমা যাইতাছে । আর আইতাছে লতুপুতু লেখা। কিন্তু আমার মনে হয় ব্লগ হইল ব্লগ। ইহা ফেবু না যে লিখবেন আইজকা মুন টা খারাপ। আর লাইক আর কমেন্টের বন্যা বইয়া যাইব।

মত প্রকাশের অধিকার সবারই আছে। কিন্তু পরিবেশ বলেও একটা কথা আছে। আমার মত এই অধমের মতে ইহা ভাল ব্লগারদের জন্য খুবই হতাশাজনক। এতে করে হয়ত ভাল ভাল ব্লগার রা হারিয়ে যাচ্ছেন এবং পয়দা হচ্ছে নব্য শ্রেণির কিছু ব্লগার। আর এই যদি চলতে থাকে তাইলে মনে হয় মেধাবী ব্লগাররা সামু তে তাদের মূল্যবান সময় নষ্ট করতে আসবেন না।

যাই হোক এই পুষ্ট টা একবার দিসিলাম। কিন্তু পাবলিশ হওয়ার পর দেহি ব্ল্যাংক। কাহিনী বুঝলাম না। তাই আবার পুষ্টাইলাম। আর কিছু কমু না যতটুকু কইলাম এর লান্নতি আগে সহ্য কইরা লই।

তারপর আবার হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.