posondo kori,kintu bortoman bd er rajnite neya hotas.
নিষ্টুর সমাজের ব্যাভিচারের বেড়াজালে আজ বন্দী তুমি,
অসহায়-- বিবেক ভালবাসার কাঠ গড়ায়।
দিনের অবসানে-রাত্রির কোলে তোমার অসহ্য সহবাস,
আনন্দ উল্লাস মেতে হেসে কুটি কুটি তোমার সজ্জনেরা।
তোমার স্বপ্ন ইচ্ছা, আকাঙ্ক্ষা আত্নহুতি দিয়েছে,
তোমার রক্তাক্ত দেহের অসহায়ত্ত দেখে------
হয়ত সকালের সূর্যের সাথে তুমিও হেসে উঠ
কোন এক হায়েনার থাবা থেকে মুক্তির উল্লাসে।
তোমার হাসিতে যে কেউ বুঝে নেবে--
আজ সুখ রাজ্যের সম্রাজ্ঞি তুমি,সুখী তুমি।
অথচ তুমিই জান,শুধু তুমি------
দিনের এই আলোটুকু হারিয়ে গেলে,
কতোটা ,দুঃখে ভাস তুমি।
প্রতিদিন মধ্য রাত্রে স্বাধীনতা হীন ইচ্ছা আকাঙ্ক্ষা বর্জিত-
তোমার দেহের কোষ গুলো পরিনত হচ্ছে হায়েনার খাদ্যে।
রাতের আধারে একটি জোনাকির স্বাধীনতা তোমার বড় প্রয়োজন,
একটি ঝি-ঝি হয়ে চিৎকার করে বলতে ইচ্ছা করে মনের কথা গুলো-
যা বুকের মধ্যে পাজরের দেয়ালে মাথা ঠুকে ঠুকে ক্লান্ত।
যেখানে স্বাধীনতা সৃংখলিত হয় পুরোহিতের মন্ত্রে--
স্বপ্ন গুলো ভাংগে যে সমাজে সাশনের আঘাতে প্রতিনিয়ত।
তুমি সেই সমাজের বাসিন্দা------
তোমার সমাজ সংস্কার ধর্ম আ্জো জীবন নিয়ে মেতে আছে পরিহাসে।
আজ একটু সাহসি হয়ে দেখ------
তুমিই পার,তুমিই পার ভাংতে সমাজের এই সৃং খল,
আর তুমিই পার-----------
যে ভাবে রোদ হাসে, জ্যোৎস্না হাসে মুক্তির উল্লাসে,
একটু সাহসী হয়ে দেখ,
সে--- মুক্তির স্বাদ পেতে তুমিও পার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।