আমাদের কথা খুঁজে নিন

   

তুমিই বাসো ভালো : তুমিই করো ঘৃণা

সুখীমানুষ

তুমিই বাসো ভালো : তুমিই করো ঘৃণা তুমিই ছিড়ো তার : তুমিই বাধো বীণা। তুমিই আসো কাছে: তুমিই ছেড়ে যাও তুমিই অমৃত খাওয়াও: তুমিই বিষ দাও। তুমিই যত্ন করো : তুমিই চাওনা ফিরে তুমিই স্বপ্ন দেখাও : তুমিই দাও মন চিড়ে। আমি বসে বসে দেখি : কিইবা করার আমার আছে তবু সান্ত্বনা এই, মাঝে মাঝে আসো কাছে। ১৮-১০-০৯, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।