আমাদের কথা খুঁজে নিন

   

তুমিই সব

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

তুমিই সব (এই কবিতাটি ব্লগার মৃন্ময় আহমেদ-কে উত্সর্গ করা হলো) তোমার মনে থাকবো বলে কোথাও আমি ঘর বাঁধিনি, তোমার হাত ধরবো বলেই অন্য কারও হাত ধরিনি। তোমার চোখে দেখবো বলে অন্ধ সেজে চোখ খুলিনি, তোমার কথা শুনবো বলেই অন্যদিকে কান পাতিনি। তোমার গান শুনবো বলেই অন্য কারো গান শুনিনি, তোমার লেখা পড়বো বলে নতুন কোন বই কিনিনি। তোমার প্রেমে পাগল বলেই তুচ্ছ আমি সবার কাছে, তোমায় ছাড়া এই জীবনের মূল্য আর কিইবা আছে? তুমি আছো হৃদয় জুড়ে সেই হৃদয়ে আর কিছু নাই, তুমি আমার ভাবনা যত সবকিছুতে তোমাকে পাই। সকাল দুপুর বিকেল রাতে তুমি আমার স্বপন মাঝে, তুমি আছো অলসবেলায় তুমিই আমার সকল কাজে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।