আমাদের কথা খুঁজে নিন

   

তুমিই জয়ী

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

তুমি ছুঁয়ে বললে 'সাগর' স্পর্শে সাগরের ঢেউ থেমে হতে পারে মরুভূমি। ভাবলেনা কখনও। বালুর উত্তপ্ত গরম ছুঁয়ে বললে তারে প্রেম তলায় রস পেতে পার জানলেনা কখনও। কোথায় সাগর? তুমি কি তোমার অস্তিত্ব খুঁজে পেয়েছ সাগরের গহীন বুকে? হতে পেরেছ কি সাগরের মত উদার? হার মানলেনা। মরুভূমির ঝড়ের বিপরীতে দাঁড়িয়ে এক মুঠো বালু উড়িয়ে দিলে সে বালু তোমার চোখেও পড়বে জানি তবুও হার মানবেনা। আমাকে ভালবেসে তারপর দূরে ঠেলে ফেলে দিলে তবুও তুমিই জয়ী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।